কলায় রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা চুলের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।
Published : 05 Sep 2019, 12:46 PM
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুল পরিচর্যায় কলার উপকারিতা সম্পর্কে জানানো হল।
খুশকি নিয়ন্ত্রণে কলা: কলার খোসা, পাতা, ফুল এবং ফল খাওয়া-সহ নানান উপকারে আসে। কলার বিভিন্ন অংশে অ্যান্টিঅক্সিডেন্ট ও ব্যাক্টেরিয়ারোধী উপাদান সমৃদ্ধ।
শুষ্কতা, ফাঙ্গাস ও ব্যাক্টেরিয়ার কারণে খুশকি দেখা দিতে পারে। মাথার ত্বকে কলার মাস্ক ব্যবহার করা হলে তা শুষ্কতা কমায় অর্থাৎ আর্দ্রতা রক্ষা করে এবং খুশকি হওয়া থেকে রক্ষা করে।
রুক্ষ চুল মসৃণ করা: কলাতে সিলিকা উপাদান থাকায় তা চুলের রুক্ষতা দূর করে। আমাদের শরীর সিলিকা শোষণের মাধ্যমে কোলাজেন নামক প্রোটিন উৎপাদন করে। যা চুলের গঠন সুন্দর রাখে, ঝলমলে ও সুন্দর করে।
চুলের উজ্জ্বলতা বাড়ায়: চুল নরম, কোমল ও নিয়ন্ত্রণে রাখার উপযোগী করতে তুলতে কলা বেশ কার্যকর। কলাতে আছে পটাশিয়াম, ভিটামিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেইট এবং প্রাকৃতিক তেল। এই কারণে চুলে পুষ্টি যোগাতে ও মসৃণ করতে কলা বেশ কার্যকর।
চুলের বৃদ্ধি: কলাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বক এবং চুল সুরক্ষিত রাখতে সাহায্য করে। মানসিক ও কাজের চাপের কারণে চুল দেখতে নির্জীব লাগে। গ্রন্থি সবল করার মাধ্যমে চুল বৃদ্ধিতে সহায়তা করে কলা।
আরও পড়ুন