দইয়ে রয়েছে নানান পুষ্টিগুণ যা গরমে সুস্থ রাখে, শরীরে পুষ্টি যোগায় এবং রূপচর্চাতেও ব্যবহার করা যায়।
Published : 30 Apr 2019, 03:49 PM
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে দই দিয়ে চুল ও ত্বক পরিচর্যার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।
অ্যান্টি এইজিং ফেইশল
প্রাচীনকাল থেকেই ত্বক পরিচর্যায় দই ব্যবহৃত হয়ে আসছে। দইয়ের ভালো ব্যাকটেরিয়া ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিন সরবরাহ করে ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে।
পদ্ধতি: দই দিয়ে ফেইশল করতে ১/৪ চা-চামচ মূলতানি মাটি, ১/৪ চা-চামচ মধু, ১ চা-চামচ দই মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
চুলের কন্ডিশনার
দইয়ে থাকা ভিটামিন বি-ফাইভ এবং ডি চুলের সার্বিক স্বাস্থ্য ভালো রাখে। চুলে দই লাগিয়ে তিন মিনিট মালিশ করুন। মাথার ত্বক মসৃণ রাখতে সেখানেও মালিশ করুন এবং কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
আরও পড়ুন