পুরুষের চোখের কালো দাগ দূর করার উপায়

কড়া রোদ, নির্ঘুম রাত বা রাতে ঠিক মতো ঘুম না হলে পুরুষের চোখের নিচে দেখা দিতে পারে ‘ডার্ক সার্কেল’।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 08:50 AM
Updated : 24 June 2019, 08:50 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ‘ডার্ক সার্কেল’ দূর করার কয়েকটি উপায় এখানে দেওয়া হল।

চোখের নিচে আই-প্যাচ ব্যবহার করা: চোখের নিচের মৃত কোষ দূর করে উজ্জ্বল ভাব আনতে ‘আন্ডার আই প্যাচ’ ব্যবহার করা হয়। এটা ব্যবহার করাও সহজ। মাত্র ২০ মিনিট ব্যবহারেই এর তাৎক্ষণিক ফলাফল দেখা যায়। 

আন্ডার আই ক্রিম ব্যবহার: এই ধরনের ক্রিমে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ফর্মুলা যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও মসৃণ রাখে। অ্যামিনো অ্যাসিড ও খনিজ সমৃদ্ধ ক্রিম ব্যবহার করা উচিত।  

শসার টুকরা: আরামদায়ক ক্ষমতার সঙ্গে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের নিচের কালো দাগ দূর করে। সপ্তাহে তিনবার ১৫ মিনিট ব্যবহারেই এর ভালো ফলাফল দেখা যায়।

চোখের নিচের সিরাম ব্যবহার: ত্বক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে উন্নত মানের চোখের সিরাম ব্যবহার করা যেতে পারে। এতে চোখের নিচের কালো দাগ দূর হয়। চোখের ফোলাভাব এবং বলিরেখাও দূর করে।  

কাঠবাদামের তেল ব্যবহার: ত্বক উজ্জ্বল করতে, কালো দাগ দূর করতে এবং ফোলাভাব কমাতে কাঠবাদামের তেল সাহায্য করে। ভালো ফলাফলের জন্য সারা রাত কাঠবাদামের তেল মেখে রাখা যেতে পারে।

আন্ডার আই জেল ব্যবহার: এটা চোখের নিচের পিগমেন্টেশন কমিয়ে কালো দাগ দূর করে। এটা কম তৈলাক্ত হওয়ায় ক্রিমের পরিবর্তে সহজেই ব্যবহার করা যায়।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন