চোখের কালো দাগ দূর করতে আলু

আলু ত্বকের জন্য উপকারী। এর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান ত্বকের প্রয়োজনীয় পুষ্টি যোগায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 10:47 AM
Updated : 11 June 2019, 10:47 AM

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে আলু দিয়ে চোখের চারপাশের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

আলু শুধু কালো দাগ-ই নয়, চোখের ফোলাভাব কমাতেও সাহায্য করে।

আলুর টুকরা: চোখের নিচের কালো দাগ কমানোর জন্য খুব বেশি পরিশ্রম করতে না চাইলে মাঝারি মাপের আলু টুকরা করে কেটে চোখের উপরে দিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহারে পার্থক্য চোখে পড়বে।

আলুর প্যাক: অনেকেই আলু কুচি করে ত্বকে ব্যবহার করেছেন, তবে এই পদ্ধতি একটু ভিন্ন। আলু কুচি করে কেটে তাতে কিছুটা লেবুর রস ও মধু মেশান। 

এভাবে ব্যবহার করা হলে তা চোখের চারপাশের কালো দাগ ও ফোলাভাব দূর করে।

তবে ত্বকে কোনো ধরনের সমস্যা থেকে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন