যে কারণে পেডিকিউর প্রয়োজন

পেডিকিউর, পা পরিষ্কার রাখার পদ্ধতি যা শুধু পায়ের রূপই বাড়ায় না রোগ থেকেও দূরে রাখতে সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2019, 09:37 AM
Updated : 31 May 2019, 09:37 AM

পা ভালো রাখতে প্রতি মাসে একবার পেডিকিউর করা উচিত।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল পেডিকিউর করার নানান সুবিধা।

সংক্রমণের ঝুঁকি কমায়: পেডিকিউরের মাধ্যমে পা পরিষ্কার করা হয়, নখ সুন্দর করে কাটা হয়। এতে পায়ের ময়লা ও সংক্রমণ দূর হয়। ফলে পায়ের ফাঙ্গাস-জনিত দূর্গন্ধ হয় না।

মৃত কোষ দূর করে: পেডিকিউরের এক্সফলিয়েশন ধাপ খুবই গুরুত্বপূর্ণ। এতে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ ও আকর্ষণীয় হয়।

গোড়ালি ফাটা সমস্যা দূর করে: অনেকেরই ফোস্কা পড়া, পা ফাটা ইত্যাদি সমস্যায় পড়তে হয়। যার অন্যতম কারণ হল পায়ের শুষ্কতা এবং ময়েশ্চারাইজার ব্যবহার না করা। নিয়মিত পেডিকিউর পায়ের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।  

চাপ কমায়: সারা দিন কাজ করার পরে কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখা আরাম দেয়। একইভাবে পেডিকিউর মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায়।

রক্ত সঞ্চালন বাড়ায়: পেডিকিউরের গুরুত্বপূর্ণ একটা ধাপ হল পা মালিশ করা। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পায়ের ব্যথা দূর হয়।

আরও পড়ুন-