পা সুন্দর রাখতে

শুষ্কতা ও ফাটাভাব দেখা দিলে বুঝতে হবে পায়ে প্রতি আরও যত্ন নেওয়ার প্রয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2018, 09:50 AM
Updated : 4 June 2018, 09:50 AM

রূপচর্চাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পায়ের বিভিন্ন পরিচর্যার পন্থাগুলো এখানে দেওয়া হল।

 

* নিজেকে আর্দ্র রাখাতে প্রচুর পানি পান করা প্রয়োজন। শরীরের আর্দ্রতার প্রতিফলন দেখা যায় ত্বকে। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করতে হবে।

* পা সুন্দর রাখতে প্রতিদিন বাইরে থেকে ফিরে পা ভালোভাবে পরিষ্কার করতে হবে।

* সপ্তাহে অন্তত একবার পা এক্সফলিয়েট করা প্রয়োজন। পায়ের ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাবার ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ঝামা পাথর দিয়ে পা ঘষে মৃত কোষ দূর করতে পারেন।

* যদি খেয়াল করেন ত্বক আগের তুলনায় বেশি শুষ্ক হয়ে যাচ্ছে, তাহলে পা পরিষ্কারের পরে ক্রিম ব্যবহার করতে পারেন।

* রাতে ঘুমানোর সময় যে কোনো ক্রিম বা পেট্রোলিয়াম জেলি পায়ে ব্যবহারের পাশাপাশি সারা রাত মোজা ব্যবহার করতে পারেন। এই পন্থায় ত্বক আর্দ্রতা শোষণ করে পা সুন্দর করতে সাহায্য করবে।

* সুন্দর পায়ের জন্য সঠিক জুতা নির্বাচন করা প্রয়োজন। ব্যবহারে সমস্যা হলে খুব বেশ শক্ত, উঁচু জুতা এড়িয়ে চলুন।

ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান।  ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন