মসৃণ চুলের ঘরোয়া মিস্ট

স্বাস্থ্যের ক্ষতি করার পাশাপাশি ত্বক ও চুলেরও ক্ষতি করে দূষণ। চুল সুস্থ ও উজ্জ্বল রাখতে মিস্ট বেশ ভালো কাজ করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 07:05 AM
Updated : 2 May 2019, 07:05 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে নারিকেল তেল ও গোলাপজলের মিস্ট তৈরির পন্থা এখানে দেওয়া হল।

উপকারিতা: নারিকেল তেল চুল গভীর থেকে আর্দ্র করার পাশাপাশি ক্ষয় পূরণ করে। কারণ এতে রয়েছে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড যা আগা ফাটা, রুক্ষতা, চুল ভাঙা এবং পড়ে যাওয়া প্রতিরোধ করে। গোলাপ জল কোঁকড়াভাব কমায় এবং সতেজ অনুভূত হয়।

উপকরণ: তিন টেবিল-চামচ প্রাকৃতিক নারিকেল তেল। এক কাপ গোলাপ জল।

পদ্ধতি: এক কাপ গোলাপ জল ও তিন টেবিল-চামচ নারিকেল তেল একটি পাত্রে নিয়ে মেশান। মিশ্রণটি একটা স্প্রের বোতলে রেখে ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন।

ব্যবহার পদ্ধতি

* ব্যবহার করার আগে তা ভালোভাবে ঝাঁকিয়ে নিন। শুকনা চুলে এটা স্প্রে করে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল ধুয়ে ফেলুন।

* রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা স্প্রে করে নিতেন পারেন। সারা রাত তা চুল সুস্থ রাখতে সাহায্য করবে।

* চুল ধোয়ার পরে আগা ভালোভাবে মুছে তাতে সিরামের মতো করে এই মিশ্রণ লাগাতে পারেন।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন