ভুল বন্ধনে চুলের ক্ষতি

গরম থেকে মুক্তি পেতে চুল বাঁধাই শ্রেয়। তবে খেয়াল রাখতে হবে বন্ধন যেন ক্ষতির কারণ না হয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 09:46 AM
Updated : 23 March 2017, 09:46 AM

রূপচর্চাবিষয়ক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়- ভেজা চুল বেঁধে রাখা, শক্ত করে পনিটেইল করাসহ ভুলভাবে বাঁধার কারণে চুল নষ্ট হতে পারে।

ভেজা চুল: চুল ধোয়ার পর পরই তা বেঁধে রাখলে চুলের মারাত্মক ক্ষতি হয়। দেখা দিতে পারে খুশকি বা মাথার ত্বকে চুলকানি। এছাড়াও ভেজা চুল বাঁধার ফলে চুলের গোছা দুর্বল হয়ে যেতে পারে।

সবসময় চুল বেঁধে রাখলে: মাঝেমধ্যে খুলে না রাখলে চুল পাতলা হয়ে যাবে।

শক্ত করে ‘পনিটেইল’ করলে: গোড়ায় অতিরিক্ত চাপ পড়ে যা চুলের ফলিকল বা গুটি ক্ষতি করে। এ কারণে চুল ওঠার সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি যখন তখন মাথা ব্যথাও হতে পারে। 

চুলের গোড়া: চুল বেঁধে ঘুমালে গোড়া ও চুলের গ্রন্থিতে চাপ সৃষ্টি করে। ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

শক্ত রাবার ব্যান্ড: প্রতিদিন একইভাবে চুলের একই জায়গায় শক্ত রাবার ব্যান্ড দিয়ে বাঁধলে সেই নির্দিষ্ট জায়গার চুলের গোড়া ক্ষতিগ্রস্ত করে। ফলে তৈরি হতে পারে টাক।

যেভাবে যত্ন নিলে চুল ভালো থাকবে-

বেণি: করলে ক্ষতি ছাড়াই চুলের স্টাইলে পরিবর্তন আনতে পারেন। 

চুলে স্কার্ফ: ব্যবহার করলে শুধু সুন্দর লাগে। পাশাপাশি মাথাব্যথা তৈরি ছাড়াই চুল বাঁধতে সাহায্য করে।

কাঁটা: ব্যবহার করলে চুলের গোড়া  ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।

চুলের ফিতা: শিশুদের জন্য বিভিন্ন রংয়ের যে ফিতা পাওয়া যায় তা নিজের জন্য সংগ্রহ করুন। এগুলো নরম হয় ফলে চুলের কোনো ক্ষতি করবে না।

ছবি: রয়টার্স।