সারাদিন মেইকআপ অটুট রাখতে

মেইকআপ করার ঘণ্টাখানেক পড়েই যদি গলে যাওয়া বা হালকা হওয়া শুরু করে তাহলে বুঝতে হবে পদ্ধতিতে গড়মিল হচ্ছে।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2019, 11:51 AM
Updated : 27 March 2019, 11:51 AM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে মেইকআপ দীর্ঘস্থায়ী করার সহজ কিছু কৌশল এখানে দেওয়া হল।

উন্নত ময়েশ্চারাইজার: দিনের সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের আর্দ্রতাও পরিবর্তন হয়। তাই উন্নত মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে সারাদিন ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় থাকে।

সঠিক প্রাইমার ব্যবহার: প্রাইমার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং মেইকআপের জন্য ত্বকে মসৃণভাব তৈরি করে। আর পাউডার দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে।

পাউডার ব্যবহার: মেইকআপের পর ত্বকে পাউডার ব্যবহার করুন। ত্বকে সামান্য পরিমাণ পাউডার ব্যবহার মেইকআপ ভালোভাবে বসাতে সাহায্য করে।

আরও পড়ুন