মাছের ডিমের দোপেঁয়াজা

ভাতের সঙ্গে খেতে দারুণ এই ব্যঞ্জন রান্না করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2019, 08:05 AM
Updated : 3 March 2019, 08:05 AM

উপকরণ: ইলিশ অথবা রুই মাছের ডিম ছোট করে কাটা ১ কাপ। পেঁয়াজ-কুচি ২ কাপ। তেজপাতা, এলাচি, দারুচিনি ১টি করে। আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে। কাঁচা-মরিচ ৪,৫টি ফালি করা। টমেটো ১টি বড় কুচি করা। ধনেপাতা-কুচি। পরিমাণ মতো। মরিচ গুঁড়া ১ চা-চামচ। হলুদ-গুঁড়া ১ চা-চামচ। ধনে-গুঁড়া আধা চা-চামচ। জিরা-গুঁড়া আধা চা-চামচ। লবণ স্বাদ মতো। পানি পরিমাণ মতো। তেল পরিমাণ মতো।

পদ্ধতি: মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরা করে নিন।

প্যানে তেল গরম করে তেজপাতা, এলাচি, দারুচিনি ও পেঁয়াজ-কুচি ভেজে, বাটা মসলা দিয়ে আরও একটু ভেজে নিন। তারপর গুঁড়া মসলা ও লবণ দিয়ে অল্প পানিসহ দুই মিনিট কষান।

এবার টমেটো-কুচি ও অল্প পানি দিয়ে মসলা কষাতে থাকুন। তেল উপরে উঠে আসলে মাছের ডিম ও কাঁচামরিচ দিয়ে নাড়ুন।

অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন পাঁচ থেকে ছয় মিনিট। তেল উপরে উঠে আসলে ধনেপাতা-কুচি দিয়ে ঢেকে রাখুন এক মিনিট।

এইতো মজাদার মাছের ডিমের দোপেঁয়াজা রান্না হয়ে গেলো। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও রেসিপি