ত্বক ফর্সা করার প্রাকৃতিক পন্থা

ত্বক ফর্সা করার ক্রিমে নানান সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই ত্বকের রং উজ্জ্বল করতে প্রাকৃতিক উপায় বেছে নেওয়া ভালো।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2019, 04:41 AM
Updated : 10 Feb 2019, 04:41 AM

বয়স ত্রিশের কাছাকাছি গেলে মানুষের ত্বকে কালচে-ভাব আসতে পারে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ভেষজ উপাদানের সাহায্যে ত্বক ফর্সা করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

টমেটো: আছে লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা সূর্যের আলোর কারণে হওয়া ত্বকের ক্ষতি দূর করতে সাহায্য করে। এতে আছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, যা ত্বক ফর্সাও করে।

শসা: প্রাকৃতিক অ্যাস্ট্রিনজান্ট সমৃদ্ধ শশা ত্বক ফর্সা করতে সাহায্য করে। শশার ভিটামিন ত্বকের মেলানিনের উৎপাদন নিয়ন্ত্রিত রাখে। একটা শশা মিহি কুচি করে এর রস মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে, ধুয়ে ফেলুন। একমাস নিয়মিত ব্যবহারে এর ফলাফল চোখে পড়বে।

টক দই: আছে ল্যাক্টিক অ্যাসিড, যা ত্বকে ব্লিচিংয়ের কাজ করে। মুখে কয়েক মিনিট দই মেখে রেখে দিন। পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এতে ত্বকের নির্জীবভাব দূর হবে।

কমলা: দুই চামচ কমলার শাঁস এবং এক চিমটি হলুদ ভালোভাবে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে লাগান। সকালে উঠে ধুয়ে নিন।

মধু: অনেক সময় শুষ্কতার কারণে ত্বক কালচে হয়ে যেতে পারে। মধু ত্বক আর্দ্র রাখার পাশাপাশি উজ্জ্বল করতে সাহায্য করে।

মুখে ১০ মিনিট মধু লাগিয়ে রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃত কোষ দুর হবে এবং ত্বক প্রাকৃতিকভাবেই উজ্জ্বল দেখাবে।

আরও পড়ুন