কব্জির ব্যথা দূর করতে

টাইপ করা থেকে কব্জিতে ব্যথা ধরেছে! রয়েছে অদ্ভুত সমাধান।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 08:38 AM
Updated : 17 Oct 2018, 08:38 AM

স্বাস্থ্যবিষোয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে কয়েকটি বিকল্প পথ সম্পর্কে জানা যায় যা কব্জির ব্যথা দূরে রাখতে সাহায্য করে। 

- কব্জির ব্যথা কমাতে কি-বোর্ড বা ল্যাপটপের পাশে থালাবাটি মাজার নতুন স্পঞ্জ রাখুন। কাজের ফাঁকে এই স্পঞ্জের ওপর হাত রেখে বিশ্রাম নিন। এতে কব্জিতে আরাম অনুভূত হবে এবং প্রতিদিন কাজের ফলে ব্যথাও হবে না।

যদিও এটা দেখতে খানিকটা আজব লাগবে। তবে একবার উপকার পেলে এই পদ্ধতি আর বাদ দিতে ইচ্ছে হবে না।

- টেবিলের কোনার অংশে কি-বোর্ড ও মাউস রেখে কাজ করুন। এতে কব্জি ল্যাপটপে ঘষা খাবে না ফলে ব্যথাও লাগবে না। 

- কাজ করার ফাঁকে কিছুক্ষণ পর পর হাত নাড়িয়ে নিন। এর ফলে পেশিগুলো সঞ্চালিত হবে। তখন ব্যথা হবে না।

আরও পড়ুন