দুই পদের ভর্তা

ছোট চিংড়ি দিয়ে লাউয়ের ছোকলা ভর্তা আর কাঁচকলা দিয়ে তেঁতুল ভর্তা- দুপুরের খাবারে দেবে বাঙালি স্বাদ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 02:42 AM
Updated : 22 June 2018, 02:42 AM

রেসিপি দিয়েছেন প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার।

ছোট চিংড়ি শুটকি দিয়ে লাউয়ের ছোকলা ভর্তা

 

লাউয়ের ছোকলাগুলো সিদ্ধ করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কুচি, লবণ, টেলে নেওয়া শুকনা মরিচ ও চিংড়ি-শুটকি, ধনেপাতা ও সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা।

কাঁচকলা দিয়ে তেঁতুল ভর্তা

 

কাঁচকলা কুচি করে কেটে পরিমাণ মতো তেঁতুল, ধনেপাতা, লবণ, কাসুন্দি, পোড়া-মরিচ ও চিনি মিশিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে এই ভর্তা।

টক ও ঝালের মিশেলে এর স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যারা কখনও খাননি এই ভর্তা তারা অবশ্যই পরখ করতে ভুলবেন না।

আরও রেসিপি