মলিন ত্বক ঝলমলে করতে

অনিয়মিত জীবনযাপন ও অযত্নের কারণে ত্বকে দেখা দিতে পারে নির্জীবভাব। সমস্যা এড়াতে চাই সচেতনতা ও সঠিক পদক্ষেপ।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 10:43 AM
Updated : 7 March 2018, 10:43 AM

নির্জীব ও মলিন ত্বকে উজ্জ্বলভাব আনতে চাই সঠিক রূপচর্চা। সাজসজ্জাবিষয় একটি ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ত্বক উজ্জ্বল করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

এক্সফলিয়েট: ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হল এক্সফলিয়েট করা। ত্বকের মৃত কোষ সরাতে এবং তারুণ্য ফুটিয়ে তুলতে এক্সফলিয়েট করুন। 

মাস্ক: বর্তমানে সবধরনের ত্বকের জন্যই মাস্ক পাওয়া যায়। মাস্ক ব্যবহারে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয় এবং উজ্জ্বলতা ফুটে ওঠে।

ময়েশ্চারাইজার:
ত্বকের ধরন বুঝে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটা ত্বক আর্দ্র এবং উজ্জ্বল রাখে।

রাতের যত্ন: রাতে ত্বক পুনর্গঠনের কাজ করে। তাই সকালে ত্বকে সতেজভাব আনতে ও দীপ্তি বাড়াতে নাইট ক্রিম ব্যবহার করুন।

কৌশলে উজ্জ্বলতা: মুখে বাড়তি ঝলমলেভাব আনতে হাইলাইটার, ফেইস ইলুমিনেইটর ইত্যাদি ব্যবহার করুন।

চোখের ক্রিম: ফোলাভাব, চোখের নিচের দাগ ইত্যাদি দূর করতে যে কোনো ধরনের আই ক্রিম ব্যবহার দারুণ উপকারী।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন