* উজ্জ্বল রংগুলো এই মৌসুমের জন্য আদর্শ। তবে উগ্র রং এড়িয়ে উজ্জ্বল হলুদ,সবুজ, নীল, বেগুনি, গোলাপি রংগুলো বেছে নিন।
* প্যান্ট, স্কার্ট বা পালাজ্জোর সঙ্গে সঙ্গতি বজায় রেখে কামিজ, কুর্তা বাটপস বেছে নিন। যদি প্রিন্টের প্যান্ট বা স্কার্ট বেছে নেন তাহলে অবশ্যই একরঙা বা হালকাকাজের কুর্তা বা কামিজ পরা উচিত। দুভাগের পোশাকেই একই ধাঁচের প্রিন্ট বা প্যাটার্নদেখতে বেখাপ্পা লাগবে।
* কুর্তা বা টপসের রংয়ের বিপরিত রং বা কন্ট্রাস্ট স্ক্রার্ফ বেছে নিতে পারেন।এক রঙা কুর্তার সঙ্গে বেছে নিন প্রিন্টের স্কার্ফ। প্যাস্টেল রংয়ের পোশাকের ক্ষেত্রেউজ্জ্বল রঙা স্কার্ফ বা ওড়না বেছে নিন।
* কাপড়ের ধরন বাছাইয়ের দিকেও খেয়াল রাখুন। বাতাস চলাচল করতে পারে এবংঘাম শোষণ করে নেবে এমন কাপড় বেছে নিন। রোদে বের হলে পাতলা কটি পরতে পারেন হাতাকাটাজামার উপর। আঁটসাঁট প্যান্টের বদলে বেছে নিন পালাজ্জো বা স্কার্ট।
* গরমে ‘ক্যাজুয়াল লুক’ চাইলে বেছে নিতে পারেন কুর্তি, কিছুটা লম্বা হলে বেছেনিন সোজা ধাঁচের প্যান্ট। আর কিছুটা খাটো কুর্তির ক্ষেত্রে বেছে নিন ঘেরওয়ালা পালাজ্জোবা স্কার্ট। চাইলে জিনস বা জেগিংসের সঙ্গেও কুর্তি পরা যেতে পারে।
আরও পড়ুন