ট্রপিকল লেমোইনেড

তৃষ্ণা মেটাতে গ্রীষ্মমণ্ডলীয় পানীয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2016, 11:23 AM
Updated : 13 July 2016, 09:40 AM

রেসেপি দিয়েছেন রীপা হক

উপকরণ: পানি ১ লিটার। লেবু কয়েকটা, টুকরা করে কাটা (হলুদ রংয়ের লেবু)। পাতলা ফালি করা, কমলা বা মালটা। সবুজ রংয়ের লেবু কয়েকটি স্লাইস। আনারস ছোট করে কাটা। কয়েক টুকরা আম (ছোট করে কাটা)। মধু ৪ টেবিল-চামচ অথবা চিনি স্বাদ মতো। লেবুর রস ২ থেকে ৪ টুকরা লেবু অথবা স্বাদ মতো। বরফকুচি। পুদিনাপাতা পরিমাণ মতো।

পদ্ধতি:
ফালি করা কমলা, দুই ধরনের আম, আনারস কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। একটা বড় বাটিতে পানি, চিনি ও লেবুর রস দিয়ে লেমোনেইড তৈরি করে নিন।

পরিবেশনের পাত্রে লেমোনেইড দিয়ে তাতে ফ্রোজেন কমলা, দুই ধরনের লেবু, আম, আনারস এবং পুদিনাপাতা মিশিয়ে দিয়ে পরিবেশন করুন ট্রপিকল লেমোনেইড।

সমন্বয়ে: ইশরাত মৌরি।