নেইল পলিশের ভিন্ন ব্যবহার

নখ রাঙানোর পাশাপাশি বেশ কিছু বাড়তি কাজেও সহায় করবে নেইল পলিশ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2016, 10:41 AM
Updated : 26 Jan 2016, 10:44 AM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে নেইলপলিশের ভিন্নধর্মী কিছু ব্যবহার উল্লেখ করা হয়।

মলিন অলঙ্কার উজ্জ্বল করতে: ইমিটেইশন বা অন্যান্য ধাতুর গয়না মলিন হওয়ার হাত থেকে রক্ষা করতে চাইলে গয়নার গায়ে স্বচ্ছ নেইল পলিশের একটি পরত লাগিয়ে নিন। এটা গয়নাগুলো মলিন হওয়া থেকে রক্ষা করবে। তবে মলিন হয়ে গেলে এই পদ্ধতি অবলম্বন করে লাভ হবে না।

কাপড়ের সুতা ওঠা রোধে: কাপড় ও মোজার একটি সুতা ওঠা শুরু করলে ওই সুতার ওপর স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে নিতে হবে। এতে সুতা ওঠার সমস্যা রোধ হবে।

অনুষঙ্গ রাঙাতে: চুলের ব্যান্ড, পিন, ব্যাঙ্গেলস, আংটি ইত্যাদি অনুষঙ্গ নিজের মতো করে রাঙিয়ে ‍নিতে ব্যবহার করা যেতে পারে নেইল পলিশ।

চাবি রং করতে: একঘেঁয়ে চাবি থেকে মুক্তি পেতে চাবি রাঙিয়ে নিতে পারেন মন মতো রংয়ের নেইল পলিশ দিয়ে। এতে কোন তালার চাবি কোনটি এটি খুঁজে পেতেও সুবিধা হবে।

খাম বন্ধ করতে: দরকারের সময় পাওয়া যায় না এমনই একটি জিনিস হল আঠা। তাই খাম আটকাতে স্বচ্ছ নেইল পলিশ ব্যবহার করতে পারেন।

ছবি: রয়টার্স।