যারা অতিরিক্ত ধূমপান করেন বা শারীরিক সমস্যার কারণে হাতের নখের রং বদলে যেতে পারে। প্রতিকারের জন্য রয়েছে সহজ সমাধান।
Published : 19 Apr 2015, 03:12 PM
তাছাড়া কিছু কিছু নেইল পলিশের কারণেও নখের রং বিকৃত হতে পারে। আবার রান্নার সময় অতিরিক্ত হলুদ ব্যবহারের কারণেও নখে হলদেটেভাব হয়।
নকের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে বেশ কিছু পন্থা জানানো হয়।
বেইস পলিশ
কিছু কিছু রংয়ের নেইল পলিশ লাগানোর ফলে নখে হলদেভাব হতে পারে। এক্ষেত্রে নেইল পলিশ লাগানোর আগে ‘ওয়াটার কালার’ বেইস নেইল পলিশ লাগিয়ে নিলে নখ হলদে হওয়ার বিড়ম্বনা এড়ানো যেতে পারে।
বাফারিং
নখের উপর জমে থাকা মৃত কোষ ও ময়লা দূর করতে বাফারিং খুবই উপকারী। রং নষ্ট হয়ে গেলেও এই পদ্ধতি অনুসরণ করলে স্বাভাবিক হয়ে আসে এবং নখের স্বাস্থ্যও ভালো হয়। ভালোভাবে বাফার করতে পারলে নখ মজবুত হয়। তবে সঠিকভাবে ও সময় নিয়ে বাফার না করলে নখ ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে।
লেবুর রস
লেবুর রস নখের রং উজ্জ্বল করতে পারে। একটি পাত্রে লেবুর রস নিয়ে কিছুক্ষণ নখ ভিজিয়ে রাখতে হবে। এরপর ভালোভাবে হাত ধুয়ে ফেললেই নখের রং স্বাভাবিক হয়ে আসবে। এই পদ্ধতি বার বার অনুসরণ করলে নখের হলদেভাব কমে আসবে।