ব্যথা ও সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে ব্রণ খুঁটলে। তবে ব্যতিক্রমও আছে।
Published : 01 Apr 2024, 11:32 AM
সাধারণভাবেই প্রতিষ্ঠিত সত্য যে, ব্রণ খোঁটা ঠিক না। এতে নানান ধরনের সমস্যা হতে পারে।
এই বিষয়ে চর্মরোগ বিশেষজ্ঞরাও একই রকম পরামর্শ দেন।
নিউ জার্সির ত্বক বিশেষজ্ঞ ডা. মার্গারিটা লোলিস রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “ব্রণ খোঁটার ফলে ব্যথা হওয়া, সংক্রমণ বৃদ্ধি এমনকি ব্রণ হওয়ার মাত্রাও বাড়িয়ে দেয়।”
“ব্রণ টিপে রস বের করার ফলে ত্বকের ক্ষতি হয় যেখান থেকে ‘হাইপারপিগমেন্টেইশন’ হয়ে ব্রণের জায়গায় দাগ হয়ে যায়”- বলেন তিনি।
যেসব কারণে ব্রণ খোঁটা ঠিক না
ব্যথা হওয়া।
অন্যান্য জায়গায় ব্রণ হওয়ার সম্ভাবনা বাড়ে।
ত্বকের ক্ষতি হয়।
দাগের সৃষ্টি হতে পারে।
ত্বকে অস্বস্তি ও লালচেভাব হয়ে থাকা।
সারাক্ষণ ব্যথা অনুভব করা।
ব্রণ বেশি দিন স্থায়ী হতে পারে।
নিয়মের ব্যতিক্রম
ব্রণ খোঁটা যেখানে এড়ানো উচিত সেখানে কিছু ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম করা যায়। আর সেটা হলে ব্রণ একেবারে পেকে মুখটা সাদা হলে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া’র নিবন্ধিত ত্বক-বিশেষজ্ঞ ডা. নাজনিন সায়েদি একই প্রতিবেদনে বলেন, “মাঝেমধ্যে ব্রণ নিজে থেকেই ফেটে যায়। তবে ব্রণের মুখ যদি পেকে সাদা হয়ে যায় সেক্ষেত্রে আলতো চাপে ফাটিয়ে ভেতরের রস বের করে দিতে হবে। তারপর সেখানে মাখতে হবে স্যালিসাইলিক অ্যাসিড বা বেঞ্জয়েল পারোক্সাইড। এগুলো ব্রণের ক্ষত শুকাতে সাহায্য করবে।”
ব্রণ ফাঁটানোর আগে জীবাণুমুক্ত করার পরামর্শ দেন ডা. লোলিস।
ভালোভাবে হাত ধুয়ে, পরিষ্কার যন্ত্র ব্যবহার করে সাবধানে আলতো চাপে ব্রণ ফাটিয়ে ভেতরের রস বের করতে হবে। নখ ব্যবহার করা যাবে না। শুধু আঙ্গুলের আগা দিয়ে কাজ করতে হবে। যদি অল্প চাপে ভেতরের রস বের না হয় তবে বুঝতে হবে ব্রণ তখনও ঠিক মতো পাকেনি।
ফাঁটানো ছাড়া ব্রণ দূর করার পন্থা
ফাঁটানো ছাড়াও অন্যান্য পন্থায় দূর করা যায় ব্রণ।
পিম্পল প্যাচ: ডা. সায়েদি ‘হাইড্রোকলিড পিম্পল প্যাচেস’ ব্যবহারের পরামর্শ দেন। এগুলো ব্রণ যেমন ভালো করে তেমনি খোঁটার হাত থেকে বিরত রাখতে পারে।
কুসুম গরম ভাপ: ব্রণে কুসুম গরম ভাপ দিলে এর মাথা স্বাভাবিক নিয়মে দ্রুত সময় ফেঁটে যায়। আর পরিষ্কার ত্বকে ভাপ দেওয়ার পরামর্শ দেন- ডা. লোলিস।
নির্দিষ্ট চিকিৎসকা: ব্রণ শুকানোর জন্য স্যালিসাইলিক অ্যাসিড বা বেঞ্জয়েল পারোঅক্সাইড ব্যবহার করা যায়। রাতে ব্রণে স্যালিসাইলিক অ্যাসিড মেখে ওপরে ব্যান্ডএইড লাগিয়ে ঘুমিয়ে পড়তে হবে। এটা ব্রণ শুকাতে সাহায্য করবে।
ছবি: পেক্সেল্স ডটকম।
আরও পড়ুন
ব্রণ থাকলে যেভাবে মুখ ধুতে হবে