রাজকীয় ঢংয়ের পোশাকে পশ্চিমা ধাঁচের সঙ্গে দেশীয় ঐতিহ্যের মিশ্রণ ঘটেছে পোশাকে।
শাড়ি, সালোয়ার কামিজ আর পাঞ্জাবির পাশাপাশি পশ্চিমা ধাঁচের পোশাকও থাকছে।
বর্ণিল এসব পোশাক নিয়ে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর রিং রোডে তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টারের যাত্রা শুরু করা হয় ১১ মার্চ।
আয়োজিত ফ্যাশন শোতে সানজিদা হক আরেফিন লুনার কোরিওগ্রাফিতে মডেলদের উপস্থাপনায় উৎসবমুখি পোশাকের এগারোটি কিউতে প্রদর্শিত হয় ৫০টি নতুন ডিজাইনের পোশাক।
এই নতুন এক্সপেরিন্স সেন্টারে সারা বছর জুড়ে নানান ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা জানালেন প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা খালিদ মাহমুদ খান।
জীবন যাপনকে সুন্দর করা, শিশুদের মনোবিকাশ, নতুন সৃজনশীল প্রতিভাদের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানালেন এই অনুষ্ঠানের মাধ্যমে।