রুডইয়ার্ড কিপলিং-এর কবিতা ‘যদি’

নোবেলজয়ী ব্রিটিশ লেখক রুডইয়ার্ড কিপলিং-এর (১৮৬৫-১৯৩৬) কবিতা ‘যদি’। ১৮৯৫ সালে নিজের ছেলের জন্য লেখা কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯১০ সালে। একে বলা হয় গত শতকের ‘সবচেয়ে জনপ্রিয় কবিতা’।

রাব্বী আহমেদরাব্বী আহমেদ
Published : 24 Oct 2022, 11:37 AM
Updated : 24 Oct 2022, 11:37 AM

যদি তুমি পারো—নিজেকে রাখতে শান্ত

পুরো পৃথিবীর সবাই যখন অস্থির—উদ্‌ভ্রান্ত,

যখন সবাই তোমার ঘাড়ে চাপাচ্ছে সব দোষ

তোমাকে ঘিরে সংশয়, আর ভীষণ অসন্তোষ।

যদি তুমি পারো নিজের উপর বিশ্বাসটুকু রাখতে

যখন সবাই ব্যস্ত তোমার সফলতাগুলো ঢাকতে,

আস্থা হারিয়ে সবাই যদি ফিরিয়েও নেয় মুখ

মেনে নাও, দেখ নতুন পৃথিবী হয়ে আছে উন্মুখ।

যদি তুমি পারো রাখতে নিজেকে দীর্ঘ প্রতীক্ষায়

ক্লান্তি তোমাকে স্পর্শ করে না তন্দ্রা বা নিদ্রায়,

সবাই যদি তোমাকে নিয়ে অসত্য কথা বলে

ভুলেও তুমি যেও না কখনও মিথ্যেবাদীর দলে।

অথবা যদি তোমাকে সবাই ঘৃণাও করে তো বেশ

তোমার হৃদয়ে না থাকে যেন— হিংসা বা বিদ্বেষ।

যা তুমি নও, তেমন করে নিজেকে কোরো না জাহির

অন্তরে যা ধারণ করো না মুখে তা কোরো না বাহির।

স্বপ্ন তুমি দেখতেই পারো, কিন্তু সক্ষমতাও জেনো

বাস্তবতা বিবেচনায় রেখে চিন্তার লাগাম টেনো,

জীবনের সাফল্য ও বিপর্যয়ে একইরকম থেকো

এ দুটোই কিন্তু ক্ষণস্থায়ী— এই কথা মনে রেখো।

তোমার সব সত্যকে যদি কেউ মিথ্যে বানিয়ে দেয়

দিতেই পারে, তোমার তাতে বলো কী এসে যায়!  

ভেঙে চুরমার হয়ে যায় যদি জীবনের সব অর্জন

সৃষ্টির শুরু সেখান থেকেই, ধ্বংসই হোক মূলধন।

তোমার সব সাফল্য দিয়ে যে মালা তুমি গাঁথবে

সে মালা ছিঁড়ে যেতেই পারে, ঝুঁকি নিয়ে কেন ভাববে!

হারার মাঝেই তো জয়ের ইচ্ছা প্রবল আকারে থাকে

সেখান থেকেই নতুন সূচনা জীবনের প্রতি বাঁকে।

যা কিছু হারায়, যাক না হারিয়ে, আক্ষেপ রেখ না

অতীত আঁকড়ে— এক মুহূর্তও বসে থেকো না,

যদি তুমি পারো হৃদয়ে জাগাতে নতুন করে প্রাণ

জীবনে আবারও আসবেই ফিরে সময়ের সু-ঘ্রাণ,

হারিয়েছ যা সুদূর অতীতে পাবে তুমি তাকে ফিরে

সব হারালেও আশা জেগে থাকে ইচ্ছে নদীর তীরে।

সহজেই যদি মিশে যেতে পারো আমজনতার ভিড়ে

সুকৃতি যদি থাকে তোমার— পুরোটা জীবন ঘিরে,

কিংবা যদি হাঁটতে পারো রাজার পাশাপাশি

তখনও তোমার স্পর্শ থাকুক মানুষের কাছাকাছি।

যদি শত্রু অথবা প্রিয় বন্ধুরও কষ্ট মনে না রাখো

যদি সমাজের সবাইকে তুমি সমতার চোখে দেখো,

যদি জীবন থেকে এক মুহূর্তও অচপয় না হয়

ষাট-সেকেন্ডে পৌঁছাতে পারো এক মিনিটের পথ।

পুরো পৃথিবী তখন-ই তোমার হাতের মুঠোয় ফুটবে

প্রিয় সন্তান— তুমিও প্রকৃত মানুষ হয়ে উঠবে।  

কিডজ ম্যাগাজিনে বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!