ক্রিস্টিনা রজেটি (১৮৩০-১৮৯৪) যুক্তরাজ্যের ভিক্টোরিয়ান যুগের কবি। তার কিছু বই হচ্ছে- ‘গবলিন মার্কেট’ (১৮৬২), ‘দ্য প্রিন্সেস প্রোগ্রেস অ্যান্ড আদার পোয়েমস’ (১৮৬৬), ‘মোনা ইনোমিনাটা’ (১৮৮১) ও ‘সিং-সং’ (১৮৭২)। শত বছরের নিরীক্ষা পেরিয়ে আজও তিনি নিজ প্রতিভায় দ্যুতিময়।
Published : 14 Jun 2023, 02:09 PM
রংধনু
নৌকা ভাসে নদীর বুকে
জাহাজ সাগরজুড়ে
এদের চেয়ে কী মনোরম
আকাশে মেঘ ওড়ে।
নদীর ওপর সেতু আছে
দেখতে লাগে ভালো
স্বর্গে যাওয়ার রঙিন সেতু
রংধনু জমকালো!
গাছের উপর রংধনু সেই
সবচেয়ে ছড়ায় আলো।
বাতাস
বাতাসকে কি কেউ দেখেছ?
হোক তুমি বা আমি!
বইলে বাতাস
গাছের পাতা যায় নড়ে যায়
নেই রে থামাথামি।
বাতাসকে কি কেউ দেখেছ?
না তুমি বা আমি
নোয়ালে গাছ ডালপালাতে
বাতাস ভেবেই ঘামি!
গোলাপি কী
গোলাপি কী?
গোলাপরঙা একটি গোলাপ
আছে জানালার ধারে।
লাল কী?
লক্ষ-হাজার বার্লি মাঝে
পোস্ত আছে লাল!
নীল কী?
আকাশ যে নীল
যেখানে মেঘ ভাসে।
সাদা কী?
একটি সাদা রাজহাঁস
দিনের আলোয় ভাসে।
হলুদ কী?
হলুদ যে নাশপাতি
সুস্বাদু হয় পাকলে।
সবুজ কী?
ঘাস তো সবুজ
ঘাসেরও হয় ছোট ছোট ফুল।
বেগুনি কী?
বেগুনি মেঘ দেখতে যে পাই
গ্রীষ্মের গোধূলিতে।
কমলা কী?
কমলা মানেই কমলা ফল
কমলা শুধুই কমলা।
মেঘ
সাদা ভেড়া, সাদা ভেড়া
নীল পাহাড়ে চড়ো
থামলে বাতাস চুপটি থাকো
থির হওয়ার ভান ধরো।
আকাশে মেঘ বইলে বাতাস
সুস্থিরে পা চালাও!
সাদা ভেড়া, সাদা ভেড়া
কোথায় তুমি যাও?
[লেখাটি কিডজ ঈদ সংখ্যা ২০২৩-এর ছাপা সংস্করণে প্রকাশিত]