রিও যেভাবে গান গাইতে শিখলো

কুকুরছানা রিও মোরগের 'কুকুরুকু' গান শুনে ভাবলো, ‘আমি কেন এমন করে কুকুরুকু গান গাইতে পারি না!’

সানজিদা সামরিনসানজিদা সামরিন
Published : 25 July 2023, 10:32 AM
Updated : 25 July 2023, 10:32 AM

ছোট্ট কুকুরছানা রিও। একদিন রিও পাশের বাড়ির মোরগের ‘কুকুরুকু’ গান শুনে ভাবলো, ‘আমি কেন এমন করে কুকুরুকু গান গাইতে পারি না!’

যেই ভাবা, সেই কাজ। রিও মোরগের কাছে গিয়ে বলল– ‘কী সুন্দর গান গাও তুমি, তোমার গান শুনে ভোরের সূর্যও আকাশে আলো ছড়িয়ে দেয়।’

একগাল হেসে মোরগ বলল, ‘তা মিথ্যে বলোনি ভাই, অনেকেই আমার গান পছন্দ করে। কেউ কেউ তো আমার গান রেকর্ডও করে রেখেছে।’

‘রে–রে–রেকর্ড করে রেখেছে!’– ভীষণ অবাক হয়ে বলল রিও।

দু’বার কেশে মোরগ গম্ভীর স্বরে বলল– ‘দেখো ভাই, আমি মিথ্যে টিথ্যে বলতে পারি না। তোমাকেও মিথ্যে বলছি না। এই যে দেখো, এই সিডিতে আমার গান রেকর্ড করা আছে।’ এই বলে মোরগ ‘পাখিদের গান’ নামের একটি সিডি দেখালো রিওকে। সিডিতে মোরগের গান ছাড়াও আছে পাপিয়া, কোকিলসহ আরও অনেক পাখির গান। দু’তিনটি গান শুনে রিওর তো খুবই ভালো লাগলো।

উৎসাহী হয়ে দু’পা তুলে রিও বলল, ‘আমিও গান রেকর্ড করতে চাই। তোমার গানটা আমাকে শেখাবে?’

মোরগের খুবই মায়া হলো ছোট্ট কুকুরছানার জন্য। বলল, ‘ঠিক আছে। প্রথমে আমি কুকুরুকু বলবো, তারপর তুমি ঠিক সেভাবেই গাইবে কেমন?’

‘ঠিক আছে, ঠিক আছে। চলো শুরু করি!’ বলল– রিও। 

মোরগ গাইলো– কুকুরুউকু!

রিও গাইলো– ঘেউউ!

মোরগ বলল– না না। গাও, কু–কু–রু–উ–কু…।

রিও গাইলো– ঘেউ ঘেউ, রিও রিও…।

মোরগ এবার ভ্রু কুঁচকে বলল– ‘ঠিকভাবে হচ্ছে না তো! হয় আমি পচা মাস্টার, নয়ত তুমি ছাত্রটা পচা!’

রিও হতাশ হয়ে বলল– ‘আমি আসলেই গাইতে পারছি না তোমার গানটা! গলা দিয়ে অন্য সুর বের হচ্ছে। কিন্তু আমিও চাই তোমার মতো আমার গানও রেকর্ড হোক…।’

মোরগ দুইদিকে মাথা নেড়ে বলল– ‘নাহ্, এই গান তোমাকে দিয়ে হবে না। তুমি মোরগের মতো কুকুরুকু গাইতে পারবে না। কিন্তু তুমি কুকুরের মতো ঘেউ ঘেউ গাইতে ঠিকই পারবে। আর তোমার ওই গান নিশ্চয়ই রেকর্ড হতে পারে ‘পশুদের গান’ নামের সিডিতে।’

‘তাইতো, তাইতো!’ খুশিত নেচে উঠলো কুকুরছানা রিও। ‘সত্যি তোমার অনেক বুদ্ধি মোরগ!’ বলল সে।

তবে মোরগ ভালোভাবে রিওকে বুঝিয়ে বলল যে গান রেকর্ড করার আগে রোজই যেন সে নিয়ম করে রেওয়াজ করে। রিও কথা দিলো, সে নিয়মিতই গলা সাধবে। তারপর রোজই সে উঠোনজুড়ে লেজ নেড়ে বেড়ায় আর গান করে– ‘ঘেউ ঘেউ, রিও রিও’।