Published : 13 Aug 2022, 12:20 PM
ঢাকায় তো ভাই কোনো কিছু ঢাকা নেই,
গাইবান্ধা গিয়ে দেখি কোনো গাই বাঁধা নেই।
ঝালকাঠিতে কি ঝাল থাকে কাঠিতে?
রাজবাড়ি গিয়ে দেখি নেই রাজা বাড়িতে!
নেত্রকোণায় সবার বুঝি চোখের কোণায় বাস?
নীলফামারীর ক্ষেতে ক্ষেতে নীলচাষ কি বারোমাস!
মানিকগঞ্জে রাশি রাশি মানিক-রতন মেলে?
ভুলে যাবো সবকিছু ভোলা -তে গেলে!
চাঁদপুরে আকাশেতে কটা চাঁদ ওঠে?
শেরপুরে পথেঘাটে শের আসে ছুটে?
সিংহ-হৃদয় মিলবে গেলে ময়মনসিংহে?
রংপুর ভরপুর রঙে রঙে আবহে!
নরসিংদীতে সব নরের কি আছে শিং?
রাজশাহী ঘুরিফিরি খুঁজি বাদশাহী কিং।
কুড়িগ্রামে গুণে গুণে বিশ গ্রাম পাবো?
সুনামগঞ্জে নামী-খ্যাতিমান হবো।
এগুলো কি শুধু নাম? এর বেশি কিছু নয়?
আসল কথাটা বলি, আমার যা মনে হয়...
নামের আড়ালে আছে ইতিহাস কোনো
বই খুলে মেলে পড়ে ঠিকমত জেনো।