পুরনো জমিদারবাড়ি থেকে রহস্যজনকভাবে রূপার চাবি চুরি হয়ে যায়। তিন কিশোরই ঝাঁপিয়ে পড়ে রহস্য সমাধানের মিশনে।
Published : 13 Feb 2025, 01:43 AM
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা— জুলে রিমে শিরোপা চুরি! সেই রহস্যকে কেন্দ্র করেই এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কিশোর গোয়েন্দা উপন্যাস ‘জোড়া চাবির রহস্য’।
বইটি লিখেছেন খায়রুল আলম রাজু। উপন্যাসের গল্প আবর্তিত হয়েছে দশম শ্রেণির তিন কিশোর বন্ধু রবিন, দীপু ও মামামিকে ঘিরে। শীতের ছুটিতে তারা ঘুরতে যায় সিলেটের কুলাউড়ায়, মামার বাড়িতে।
কিন্তু ছুটির আনন্দ মাটি হয়ে যায়, যখন এক পুরনো জমিদারবাড়ি থেকে রহস্যজনকভাবে রূপার চাবি চুরি হয়ে যায়। তিন কিশোরই ঝাঁপিয়ে পড়ে রহস্য সমাধানের মিশনে। চাবি উদ্ধারের চেষ্টায় তারা খুঁজে পায় আরেকটি সোনার চাবি। কী আছে এই চাবিতে?
একের পর এক রহস্যের জট খুলতে গিয়ে তারা আবিষ্কার করে এক অবিশ্বাস্য সত্য— ১৯৮৩ সালে চুরি হওয়া বিশ্বকাপ ফুটবলের জুলে রিমে ট্রফি সিলেটের এক জমিদারবাড়িতে লুকিয়ে রাখা হয়েছে!
কিন্তু এতবছর পরও ট্রফিটি এখানে এলো কীভাবে? এখন এটি কার দখলে? আর তিন কিশোর কি পারবে এত বড় রহস্যের সমাধান করতে?
এসব প্রশ্নের উত্তর মিলবে ‘জোড়া চাবির রহস্য’-এ। কিশোর পাঠকদের জন্য রোমাঞ্চকর এই উপন্যাসটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন আলমগীর জুয়েল, আর অলংকরণ করেছেন কবির আশরাফ। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৭১৯ নম্বর স্টলে পাওয়া যাবে ২২০ টাকা মূল্যের এই বইটি।
লেখক খায়রুল আলম রাজু বলেন, “বাংলা ভাষায় কিশোরদের জন্য মৌলিক গোয়েন্দা কাহিনি খুবই কম লেখা হয়েছে। আমি চেয়েছি বাস্তব ঘটনার ছোঁয়ায় একটি রহস্যময় ও রোমাঞ্চকর কাহিনি উপস্থাপন করতে, যা কিশোর পাঠকদের জন্য যেমন বিনোদনমূলক, তেমনি শিক্ষণীয়ও হবে।”