ছোটগল্প: নাচতে ভালোবাসে যে ভাল্লুক

এক ছিল ভাল্লুক। সে নাচতে ভালোবাসতো।

মেহনাজ হোসেন হৃদিতাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 06:32 AM
Updated : 15 July 2020, 06:32 AM

বেশি বেশি নাচতে নাচতে একদিন ভাল্লুক গেল অসুস্থ হয়ে। তখন সে আর হাঁটতেও পারছিল না।

এমন সময় একটা শিয়াল যাচ্ছিল। ভাল্লুক তাকে দেখতে পেল। সে শিয়ালকে ডেকে বলল, শিয়াল শোন।

শিয়াল শুনতে পেল ভাল্লুক তাকে ডাকছে।

শিয়াল তার কাছে এলো। বললো, কী হয়েছে ভাই?

ভাল্লুক বললো, আমি খুব অসুস্থ আর সে জন্য দুর্বল বোধ করছি।

শিয়াল বললো, তুমি এতদিন কী করেছো?

ভাল্লুক বললো, এতদিন নেচেছি। তুমিতো জানো ভাই আমি নাচতে ভালোবাসি।

শিয়াল বললো, এর জন্যই তোমার অসুখ হয়েছে। অতিরিক্ত কোনো কিছুই  ভালো নয়।

ভাল্লুক তার ভুল বুঝতে পারলো। শিয়াল ভাল্লুকের যত্ন নিল। তারপর ভাল্লুক ঠিক হয়ে গেল।

লেখক পরিচিতি: শিক্ষার্থী, প্রথম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!