জীবন, তোমাকে ভয় পাই না

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক মায়া অ্যাঞ্জেলো (১৯২৮-২০১৪), তার প্রথম বই ‘আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস’ (আমি জানি কেন খাঁচার পাখি গান গায়) তাকে খ্যাতি এনে দেয়। ‘লাইফ ডাজ নট ফ্রাইটেন মি’ শিরোনামে অ্যাঞ্জেলোর এ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৮ সালে। এ কবিতার ভাবাদর্শে লেখা ‘জীবন, তোমাকে ভয় পাই না’।

রাব্বী আহমেদরাব্বী আহমেদ
Published : 10 Oct 2022, 03:36 AM
Updated : 10 Oct 2022, 03:36 AM

জীবন, তোমাকে নিয়ে আমি মোটেও ভীত নই,

বাইরে ভীষণ কোলাহল

দেয়াল জুড়ে ছায়াকেও আপন মনে হয়।

ডাকছে কুকুর ঘেউ ঘেউ করে

মেঘের আড়ে লুকিয়ে আছে মস্ত বড় দৈত্য

ভয় আমাকে পারে না তো করতে তার ভৃত্য।

জীবন আমি তোমাকে নিয়ে নই শঙ্কিত

আগুনমুখো ড্রাগন এক চাদরে অঙ্কিত,

কিংবা কোন বিচ্ছিরি হাঁস, বিশাল বড় বাঘ

আমার উপর ওদের আবার কিসের এত রাগ!

ওরা আমার বন্ধু, আমি পাই না ওদের ভয়

এই পৃথিবীর সবকিছুকে আমার শুধু আপন মনে হয়,

ইচ্ছে হলে কাছে ডাকি, ইচ্ছে হলে তাড়াই

ইচ্ছে হলে ওদের পথে আমিও দু’পা বাড়াই।

ওরা যখন দৌড়ে পালায়, আহা! কী অপূর্ব দৃশ্য

আমি হাসি, ওরাও হাসে কাঁদলে কাঁদে বিশ্ব,

পাখিরা সব ডানা মেলে আকাশে যখন উড়বে

আমায় ওরা সঙ্গে নেবে মেঘের রাজ্যে ঘুরবে।

ওরা আমায় বাসবে ভালো, আমার জন্য হাসবে

আমি যখন কষ্ট পাবো, দারুণ শোকে ভাসবে,

এই পৃথিবীর সবকিছু শুধু-ই আমার জন্য

শান্ত কোন শালিক পাখি কিংবা বনের সিংহ বন্য৷

ওরা আমায় ডাকবে কাছে, ওদের কাছে যাই

ওদের কাছে হাসি-আনন্দে বাঁচতে শিখতে চাই,

কেউ আমাকে গান শেখাবে কেউ শেখাবে নাচও

কেউ বলবে হাতটা ধরে আমার সঙ্গে বাঁচো।

আমার সঙ্গে খেলবে এসো, বেড়াল ছানা বলবে

বলবে পাখি আজ থেকেই আমার সঙ্গে চলবে?

বলবো আমি ডানা তো নেই কল্পনাতেই উড়ছি

মনে করো তোমার ডানায় সারা আকাশ ঘুরছি।

মাছেরা সব শান্ত জলে যখন সাঁতার কাটবে

বলবে পুঁটি, আমার সঙ্গে পানির নিচে হাঁটবে?

তোমায় নিয়ে যাবো আমি পাতালপুরের রাজ্যে

বলবো আমি এখন আমার অনেক বেশি কাজ যে!

পুঁটিরা সব বকের কথা শুনেই পাবে ভয়

বলবে না না তাই বলে কি তা কখনও হয়?

ওরা তোমার বন্ধু হলেও আমরা তো ওর খাদ্য

বলবো তখন ভয় পেয়ো না বাজাও খুশির বাদ্য।

শোনো জীবন, তোমাকে আমরা পাই না মোটেও ভয়

আমরা শিশু এই পৃথিবীর নতুন পরিচয়।

পাখির শিশু, ফুলের শিশু, প্রাণীর শিশু সব

মানুষ শিশুর সঙ্গে বাঁচুক করুক কলরব।

জীবন আমি তোমার কাছে বলতে এটাই চাই

ভয় নয় সাহস নিয়ে সামনে এগিয়ে যাই।

কিডজ ম্যাগাজিনে বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!