২৩টি ছড়া নিয়ে বইটি প্রকাশ করেছে ‘কাকাতুয়া’।
Published : 20 Feb 2025, 01:48 PM
“আমার মায়ের জায়নামাজে পাঁচ তারকা ঝিল ছিল,/ চাঁদের আলোর সঙ্গে তাদের হৃদয় ভরা মিল ছিল।/ নিযুত তারার গ্যালাক্সিরা মুগ্ধ হয়ে দেখতো তাই,/ মিষ্টি মধুর কোমল জিকির ফুলের মতো ঝরতো তাই।/ দরুদ পাঠের দোলায় বসে ফেরেশতারা দুলতো তাই,/ তেপান্তরের মাঠের পরে হুরপরিরা উড়তো তাই।”
এমন আকুলতাভরা ২৩টি ছড়া নিয়ে এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি আবদুল হাই শিকদারের ছড়ার বই ‘রোজ ফুটি লালকুঠি’। বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা ‘কাকাতুয়া’।
‘মায়ের জায়নামাজ’ ছড়াটির তৃতীয় স্তবকটিও উল্লেখ করার মতো- “আমার মায়ের জায়নামাজে রূপকথাদের ভিড় ছিল,/ পঙ্খিরাজের পাখায় পাখায় হাজার গানের সুর ছিল।/ জায়নামাজের কিনার ঘিরে শাপলা শালুক বিল ছিল,/ জায়নামাজের স্নিগ্ধ জলে আয়াত কুরসির ঢেউ ছিল।”
বইয়ে থাকা ২৩টি ছড়া হল- ‘বিজয় চব্বিশ’, ‘বিজয়ের গান’, ‘মায়ের জায়নামাজ’, ‘ঈদ সংহতি’, ‘মানুষ হওয়া’, ‘কাঠবিড়ালি’, ‘ছড়া চাই’, ‘অ্যাডভেঞ্চার কচিখালী’, ‘করমজল’, ‘হোটেল সেরিনা’, ‘গাঁয়ের নাম দরদরিয়া’, ‘পুরী মান্ডা’, ‘রোজ ফুটি লালকুঠি’, ‘মীরেরসরাই মহামায়া’, ‘তলী’, ‘কিশোরকণ্ঠ’, ‘আইলার আগমনি’, ‘সত্য উৎসব’, ‘অপরাজিতা’, ‘ধান’, ‘সূর্যডোবা’, ‘সাইবেরিয়ায় যাওয়া’ ও ‘ক্ষেতলাল’।
এসব ছড়ায় ধরা পড়েছে গ্রামবাংলার নিসর্গ, ইতিহাসের আভাস ও মানবমনের অনুভূতি। সহজ-সাবলীল অথচ তীক্ষ্ণ বাকপ্রবাহ ছড়াগুলোর অন্যতম বৈশিষ্ট্য। এগুলো একদিকে যেমন মজার, অন্যদিকে তেমনই চিন্তাশীল। শিশুমনের কল্পনাকে উসকে দেওয়ার মতো ছন্দময়তা ও শব্দের খেলায় কবি দক্ষ। তার ছড়ার প্রতিটি চরণ যেন পাঠকের মনে রঙিন ছবি এঁকে দেয়, কখনো হাসায়, কখনো ভাবায়।
‘গাঁয়ের নাম দরদরিয়া’ ছড়ার কয়েকটি স্তবক এমন- “কাপাসিয়ার দরদরিয়া,/ ঈশা খাঁর পথ ধরিয়া,/ সবাই চলে গড়গড়িয়া।/ পাতা ঝরার মরমরিয়া,/ নৃবিজ্ঞানের পায় পড়িয়া,/ পথের কাঁটা যায় সরিয়া।/ গাঁয়ের নামটি দরদরিয়া,/ তাজউদ্দীনের নাম স্মরিয়া,/ হাঁটতে পড়ে ঘাম ঝরিয়া,/ মজহার মরে কাম করিয়া,/ নৃবিজ্ঞানে সব মরিয়া।”
মূলত কবি হিসেবে ব্যাপক পরিচিত আবদুল হাই শিকদার একজন নজরুল গবেষকও, জাতীয় কবির ওপর প্রায় ডজনখানেক বই লিখেছেন তিনি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া এ কবির বইয়ের সংখ্যা শতাধিক।
আদিবা আজমী তিতাস, আফ্রিদা আজমী রোজ ও আয়েশা আজমী টিয়া নামে তিন বোনকে কবি বইটি উৎসর্গ করে লিখেছেন, “রংপুরের ভাওয়াইয়া আকাশের মতো মিষ্টি তিনটি বোন”। ‘রোজ ফুটি লালকুঠি’ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রজত। আট বছরের বেশি বয়সী শিশুকিশোরদের জন্য এ বইটির মুদ্রিত মূল্য ২২০ টাকা। বইটি পাওয়া যাবে মেলায় কাকাতুয়ার স্টলে।