বই আলোচনা
পরিমাপের সূক্ষ্ম জ্ঞান না থাকলে পদার্থজগতের বৈচিত্র্য কোনোভাবেই বুঝে ওঠা সম্ভব নয়।
Published : 02 Jun 2024, 07:20 PM
সময় পরিমাপের একক সেকেন্ড কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? জানি, অনেকেই চটজলদি এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আবার যদি জিজ্ঞেস করি, দৈর্ঘ্যের একক মিটার কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? এর জবাব দিতেও অনেকে আমতা-আমতা করবে।
এসব তো পরিমাপের সাধারণ বিষয়। এসব ছাড়াও পদার্থজগতের পদার্থের পরিমাপের খুঁটিনাটি নানা বিষয় রয়েছে, যেসব বিষয় আমাদের বেশির ভাগেরই জানা নেই। অথচ আমরা বসবাস করছি পদার্থজগতে। জীবন চলার পথে প্রতিমুহূর্তে পদার্থের সঙ্গেই আমাদের বেঁচে থাকা। আর তাই, জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে পদার্থের পরিমাপ করতে হয় আমাদের।
কিন্তু পরিমাপের কতখানি জ্ঞান আমাদের রয়েছে? আমাদের বেশির ভাগ মানুষের পরিমাপ সম্পর্কে যে জ্ঞান তা জীবনযাপনের নানা মুহূর্তে অন্যের কাছ থেকে দেখে ও শুনে শেখা। অথচ পরিমাপের সূক্ষ্ম জ্ঞান না থাকলে পদার্থজগতের বৈচিত্র্য কোনোভাবেই বুঝে ওঠা সম্ভব নয়।
প্রচলিত শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান পাঠ্যপুস্তকে পদার্থের পরিমাপ বিষয়ে পুরোপুরি ধারণা পাওয়া যায় না। শিক্ষার্থীদের বোঝার উপযোগী ভাষায় পরিমাপের পাঠ সেখানে পাওয়া যায় না। সম্ভবত নানা দিক ভেবেই আবু তাহের সরফরাজ লিখেছেন ‘পদার্থের পরিমাপ’ বইটি।
এই বইটি স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের উপযোগী ভাষায় লেখা। সেই অর্থে আমি বইটাকে ‘পাঠ্যবই’ বলতে চাই। তবে কেবল শিক্ষার্থীদেরই নয়, বইটির পাঠ বড়দেরকেও পরিমাপ বিষয়ে পুরোপুরি ধারণা দেবে। বইটির বিশেষত্ব হচ্ছে, খুদে শিক্ষার্থী যাতে আনন্দের সঙ্গে পাঠ বুঝে উঠতে পারে, সেদিকে খেয়াল রেখে বিষয়ভিত্তিক উদাহরণ ও অলংকরণ দেওয়া হয়েছে।
প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে অনুশীলনী। এজন্য যে, খুদে শিক্ষার্থী কী শিখল, কতটুকু শিখল- অভিভাবকরা যেন তা যাচাই করে দেখতে পারেন। আমরা দেখেছি যে, প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনা সাজেশন ভিত্তিক। কিন্তু এই বইতে সেরকম কোনো সুযোগ নেই। একটি বিষয় বাদ দিয়ে আরেক বিষয়ের জ্ঞান অসম্পূর্ণ। তাই বইটির প্রতিটি অধ্যায়ের পাঠ জরুরি।
পদার্থজগৎ খুবই বৈচিত্র্যময়। এই বৈচিত্র্য বুঝতে হলে সরফরাজের লেখা এই বইটি বিশেষ সহায়ক বলেই আমি মনে করি। আসলে বিজ্ঞানভিত্তিক যে কোনো বই পড়া মানেই প্রকৃতিকে পাঠ করা। আমাদের দেশে উচ্চতর ডিগ্রিধারী অনেকেই আছেন, কিন্তু বিজ্ঞানমনস্ক মানুষ মানুষ খুঁজে পাওয়া বড়ই মুশকিল। দীর্ঘদিনের সংস্কারে আমাদের ধারণা জন্মে গেছে যে, শিক্ষার উদ্দেশ্য প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করে ভালো চাকরি পাওয়া। এই ধারণার ফলে আজকের সমাজ ব্যবস্থা কোন পর্যায়ে নেমে গেছে, তা আমরা প্রত্যেকেই চোখের সামনে দেখতে পাচ্ছি।
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, বিশ্বজগৎকে জানা ও বোঝা। পদার্থজগৎকে জানার পথটি অনেকটাই সহজ করে দিয়েছেন আবু তাহের সরফরাজ তার লেখা ‘পদার্থের পরিমাপ’ বইতে। বইটি দেশের সব শিক্ষার্থীর অবশ্য পাঠ্য বলে আমি মনে করি। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বইটি সংরক্ষণ করাও জরুরি।
যতদূর জানি, পদার্থের পরিমাপের ওপর এতটা পুঙ্খানুপুঙ্খ কাজ বাংলাদেশে এর আগে আর হয়নি। সরফরাজ মূলক কবি ও কথাসাহিত্যিক। তার গদ্য ও পদ্যের ভাষা খুবই প্রাঞ্জল ও সুখপাঠ্য। এই বইতেও পরিমাপের মতো জটিল বিষয়কেও সরফরাজ প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন।
ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে সম্প্রতি ‘পদার্থের পরিমাপ’বইটি প্রকাশিত হয়েছে। ২৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ৪৫০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন অনন্ত আকাশ।