‘ছড়া অর্ধশত’ পাওয়া যাবে দশমিক প্রকাশনীর ২৬৫ নম্বর স্টলে।
Published : 13 Feb 2025, 01:33 PM
বইমেলায় হাঁটতে হাঁটতে চোখ পড়ে দশমিক প্রকাশনীর স্টলে। সেখানে দাঁড়িয়ে থাকা পাঠকের ভিড় ঠেলে এগিয়ে যেতেই, একদম চোখে চোখ রাখে এমন এক বই— ‘ছড়া অর্ধশত’! হ্যাঁ, ছড়াকার মাসুম আওয়ালের নতুন বই। যে বইটা খুললেই শুধু হাসি আর হাসি!
এ যেন ছড়া নয়, এক আনন্দের বন্যা! প্রতিটি ছড়ায় একের পর এক নতুন মজার চরিত্র— সিংহ মামা, বাঘা, পুশি! তাদের কীর্তি তো পুরো স্টলই একদম যেন জীবন্ত করে তুলেছে। পাঠক শুধু ছড়াগুলো পড়বেন, আর মনে হবে যেন বইয়ের পাতাগুলো থেকেই গাইছে গান, খেলে যাচ্ছে পাখি আর হাসছে সেই বিখ্যাত ছোট্ট কাকতাড়ুয়া!
ধারে কাছেই পাওয়া গেলো বইটির লেখক ছড়াকার মাসুম আওয়ালকে, শিশুদের অটোগ্রাফ দিচ্ছেন। কথায় কথায় তিনি জানালেন, “এই বইয়ের ছড়াগুলো আমার অনেক দিনের প্রিয়। দেশের পত্রপত্রিকায় ছড়া প্রকাশের সময়ই আমি অনুভব করেছি, প্রতিটি ছড়াই যেন একটা ছোটখাটো পৃথিবী! এবার সেই পৃথিবীটা বই আকারে এলো।”
বইটির প্রথম ফ্ল্যাপে লেখক জানাচ্ছেন, “ছড়াগুলো ভীষণ হাসির, ছড়াগুলো খুশিরও, ছড়াগুলো সিংহ মামা, বাঘা এবং পুশিরও...”— ছড়া পড়ার আগ্রহ বাড়ানো ছড়াগুলোর নামগুলোও দারুণ! ‘মজার মজার ১০টি লিমেরিক’, ‘ডিজিটাল সাপুড়ে’, ‘বুড়ো কাকতাড়ুয়া’, ‘আমার বেড়ালেরা’, ‘পুষি-বাঘার গপ্পো’, ‘জিজোর ছড়া’ – এ তো শুধু একটা প্রাথমিক তালিকা! প্রতিটি নাম যেন নতুন রহস্য, নতুন দুনিয়ার খবর দেয়।
ছড়া কী, আর আধুনিক ছড়া কেমন হওয়া উচিত? ছড়াকার মাসুম আওয়ালের মতে, “ছড়া একটি ছোট এবং সরল কবিতা, যা সাধারণত হাস্যরস, বিনোদন কিংবা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে লেখা হয়। প্রাচীন ছড়াগুলোর মধ্যে প্রাকৃতিক উপাদান, গাঁথুনি, সংস্কৃতি ও সামাজিক বিষয়াদি ছিল মুখ্য।”
“তবে আধুনিক ছড়ায় এই ঐতিহ্যগত উপাদানগুলোর সাথে সঙ্গতি রেখে নতুন ধারণা, প্রযুক্তি, রোবটিক বিষয় কিংবা শহুরে জীবনযাপনও উঠে আসে। বর্তমান সময়ে, শিশুদের মনোযোগ আকর্ষণ করার জন্য ছড়াগুলোতে চমৎকার রঙ, প্রাণবন্ত ছবি এবং অনন্য সৃজনশীলতা থাকে”, যোগ করেন তিনি।
মাসুম আরও বলেন, “এই বইটা ছোটদের জন্য, আবার যারা বড়, তারা তো পুরো বইয়ের পাতায় হেসে কুটি হয়ে যাবেন!”
মেলায় মাসুম আওয়ালের ‘ছড়া অর্ধশত’ পাওয়া যাবে দশমিক প্রকাশনীর ২৬৫ নম্বর স্টলে। শুধু ২০ টাকায় হাতে চলে আসতে পারে একটি বই যা পাঠককে হাসাবে, আনন্দে ভরিয়ে দেবে। বুকশেলফে যেন কোনো এক বিশাল আনন্দের ঝুলি— অন্তত ছড়ায় ছড়ায়!