Published : 21 Apr 2023, 07:20 PM
ঈদের দিন শিশুদের বড় আনন্দ সালামি প্রাপ্তিতে। শিশুরা যেমন সালামি পেতে ভালোবাসে, তেমনি বড়রাও উপভোগ করেন সালামি দিয়ে শিশুদের ঈদ উচ্ছ্বাসকে বাড়িয়ে দিতে।
সালামি যদি হয় নতুন নোটের কচকচে টাকা তাহলে তো আর কথাই নেই! নতুন নোটের ঈদ সালামি শিশুরা ভীষণ পছন্দ করে। তাই তো বড়রাও ঈদের সকাল আসার আগেই সংগ্রহে রাখেন নতুন নোট।
সালামি পাওয়ার আনন্দ কেমন এই বিষয়টি জানতে কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
১৩ বছর বয়সী তুরাব আহমেদ ঢাকায় থাকে।
সালামি প্রাপ্তির প্রসঙ্গে সে বলছিল, “ঈদের দিন বড়রা ঈদ সালামি দেন, আমি চাই ঈদ সালামির নোটগুলো যেন নতুন হয়। নতুন নোটের ঈদের সালামি পেতে আমার খুব ভালো লাগে।''
নামিরাহ মুবাশ্বিরার বয়স চার বছর। এবার তার নিজ জেলা জামালপুরে পরিবারের সঙ্গে সে ঈদ উদযাপন করবে।
সালামির আনন্দ প্রসঙ্গে হ্যালোকে সে বলছিল, “ঈদের দিনে তো আমরা নতুন জামা পরে ঘুরতে যাই। আগের দিন মেহেদি দেই কিন্তু সবচেয়ে বেশি মজা হয় ঈদের সালামি পাওয়াতে।''
মাঈশা রহমান নামে বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, "প্রতি বছরই সালামি পাই। তবে যত বড় হচ্ছি, সালামির টাকা তত কম পাচ্ছি। সালামির টাকা দিয়ে ঈদের পর কিছু পছন্দের জিনিস থাকে, ওগুলো কিনি।"
ডিজিটাল ঈদ সালামির প্রসঙ্গ টেনে সে বলে, "এক ঈদ দাদুবাড়িতে করলে আরেকটা নানুবাড়িতে করে থাকি। তাই একই দিনে সব আত্মীয়ের সঙ্গে তো আর দেখা হয় না। তাই মোবাইলে সালামির টাকা পাঠিয়ে দেন বড়রা।"
শিশুদের হাতে ঈদের সালামি তুলে দিতে আগে থেকেই নতুন নোট সংগ্রহে রাখেন বড়রা।
কাইউম হিলালী নামের এক অভিভাবকের সঙ্গে কথায় হয় হ্যালোর।
এখনকার শিশুরা সালামির টাকার পরিমাণ বেশি প্রত্যাশা করে জানিয়ে তিনি বলেন, “আমি ঈদের বেশ কিছুদিন আগে থেকেই নতুন নোট সংগ্রহ শুরু করি শিশুদের জন্য। ঈদের নামাজের পর পরিবার, আত্নীয়-স্বজন, প্রতিবেশিদের নিয়ে ঈদ সালামি দেওয়ার একটা পর্ব থাকে আমাদের এলাকায়। আগে আমরা পাঁচ টাকা সালামি পেলেই খুশি হতাম তবে এখন শিশুরা আরেকটু বেশি চায়।"
শামীম আকন্দ নামে এক চিকিৎসকের সঙ্গে কথা হয়। প্রতিবছরই ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগেই তিনি নতুন টাকা সংগ্রহ করেন।
এই অভিভাবক হ্যালোকে বলছিলেন, "আমার দুই সন্তান আছে। বেশ কয়েকজন ভাতিজা, ভাতিজি আছে। ঈদে সবার সঙ্গে দেখা হয়। তাদেরকে সালামি দেওয়ার জন্য টাকা কিনে তারপর গ্রামে যাই। শিশুদের আনন্দেই তো বড়রা খুশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক এবার ঈদে নতুন নোট ছেড়েছে ১৫ হাজার কোটি টাকার। গত বছরের ঈদুল ফিতরে ছাড়া হয় ২৭ হাজার ৬০০ কোটি টাকা। ঈদুল আযহার সময়ে ছাড়া হয়েছিল ২৫ হাজার কোটি টাকা।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: জামালপুর।