Published : 07 Jul 2024, 08:32 PM
পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকেই আমরা বৈশ্বিক উষ্ণায়ন বলছি। এটি আমাদের পৃথিবীর সব থেকে বড় সমস্যাগুলোর একটি। যা প্রতিনিয়ত আমাদের জীবনকে প্রভাবিত করে চলেছে।
বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির অনেকগুলো কারণে রয়েছে। তার মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও বৃক্ষ নিধনকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়।
গ্রিন হাউজ গ্যাসের মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড, মিথেনসহ বিভিন্ন ধরনের গ্যাস যা বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলেও কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউজ গ্যাস নিঃসৃত হয়। যা পৃথিবীর তাপমাত্রাকে প্রভাবিত করছে।
এছাড়া, অকাতরে গাছপালা কেটে ফেলায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবী দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। এর প্রভাব দেখা যায় আমাদের প্রকৃতিতেও। আমাদের দেশে এখন গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহ হয়।
কৃষি উৎপাদনেও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়ে। সম্প্রতি আমি একটি ব্লগে পড়েছি ভারতের পাঞ্জাবে তাপমাত্রা বৃদ্ধির কারণে ধানের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে কমে গেছে । বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রে পানির উচ্চতা বাড়ছে বলেও শোনা যাচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।