সভায় শিশুদের সমাজভিত্তিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিশদ আলোচনাসহ পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
Published : 09 Sep 2024, 05:01 PM
নীলফামারীর ডোমারে ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২’ এর আওতায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইউনিসেফের সহযোগিতায় উপজেলার সোনারায় ইউনিয়নে এই সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম।
সভায় শিশুদের সমাজভিত্তিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিশদ আলোচনাসহ পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নীলফামারী।