জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, জেলায় এক হাজার ২০৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অপরদিকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদরাসা রয়েছে ৭০৯টি।
Published : 08 Jul 2024, 09:03 PM
বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এখনো দুর্ভোগ কাটেনি কুড়িগ্রামের বাসিন্দাদের। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় থমকে আছে জেলার শিক্ষা কার্যক্রমও।
সোমবার পাওয়া তথ্যানুযায়ী, বন্যা পরিস্থিতির কারণে জেলার ৪১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম জানিয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে মোট ১৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।
এরমধ্যে বন্যার পানি উঠার কারণে ১২৮টি ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করায় নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন জানিয়েছেন, বন্যায় ২৯৫টি বিদ্যালয় প্লাবিত হয়েছে। এর মধ্যে পাঠদান বন্ধ রয়েছে ২৭৬টিতে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, জেলায় এক হাজার ২০৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অপরদিকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদরাসা রয়েছে ৭০৯টি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।