অনেক সময় কৃষি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলি, তাদের কাছ থেকেও পাই নানা তথ্য।
Published : 08 Apr 2025, 07:02 PM
আমি নওগাঁ সদর উপজেলার চকবুলাকী গ্রামে পরিবারের সঙ্গে থাকি। জন্মের পর থেকে এখনো এই গ্রামের মাটিতেই বেড়ে উঠছি।
গ্রামে থাকার ফলে প্রকৃতি, মানুষ ও তাদের কাজকর্মের প্রতি আমি আলাদা একটা টান অনুভব করি। আমি খুব কাছ থেকে দেখেছি কৃষক কীভাবে দিন-রাত পরিশ্রম করে। ঝড়-বৃষ্টি কিংবা রোদেও তারা কাজ করেই চলেন। তারা মাঠে ঘাম ঝরিয়ে ফসল ফলান। আর সেই ফসলেই চলে আমাদের জীবন।
কৃষকের এই কষ্ট আর সংগ্রামের মাঝে আমি তাদের জন্য নিজের কাছে শুধুই ভালোবাসা আর সম্মান খুঁজে পাই। তাই কৃষিকে আমি মন থেকে ভালোবাসি।
কৃষকদের এই গল্পগুলো সবাই জানে না। তাই আমি হ্যালোর মাধ্যমে আমাদের গ্রামের কৃষকদের অজানা গল্পগুলোকে সবার কাছে তুলে ধরতে চেষ্টা করি।
প্রতিবেদন তৈরি করতে আমি মাঠে যাই, কৃষকদের সঙ্গে কথা বলি। তারা কীভাবে ধান, গম, আলু, সরিষাসহ বিভিন্ন ফসল চাষ করেন, কী সমস্যা হয়, কীভাবে সমস্যা মোকাবিলা করেন এসব জানার চেষ্টা করি।
অনেক সময় কৃষি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলি, তাদের কাছ থেকেও পাই নানা তথ্য।
আমার অভিজ্ঞতা এখনও কম। তবুও কৃষকদের নিয়ে কাজ করতে পারছি এটা ভেবে আমি খুব আনন্দিত।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।