তবে গোয়াইনঘাট ও সদর উপজেলায় কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ নেই বলে জানান তিনি।
Published : 11 Jul 2024, 04:16 PM
সিলেটে বন্যা পরিস্থিতির কারণে ১১ উপজেলায় ২৭৩টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যার কারণে বন্ধ থাকা ২৭৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৬টি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। আর বাকিগুলো বন্যাকবলিত অবস্থায় রয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, "সবচেয়ে বেশি স্কুল বন্ধ রয়েছে ওসমানীনগর উপজেলায়। এই উপজেলায় বন্ধ স্কুলের সংখ্যা ৬৫। এছাড়াও বালাগঞ্জ উপজেলায় ৫৬, বিয়ানীবাজার উপজেলায় ৩৩ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩২টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।"
তবে গোয়াইনঘাট ও সদর উপজেলায় কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ নেই বলে জানান তিনি।
সিলেটের ১৩টি উপজেলায় মোট এক হাজার চারশ ৭৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিলেট।