বঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন করায় খুশি তাদের অভিভাবকরাও।
Published : 15 Apr 2025, 08:13 PM
চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ‘মন রঙের পাঠশালা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
উপজেলার বড়ভিটার একটি বেসরকারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে শতাধিক শিশু অংশ নেয়।
দিনব্যাপী চলা এই বর্ষবরণ অনুষ্ঠানে শিশুদের জন্য পাপেট শো, কাগজ দিয়ে অরিগ্যামি তৈরিসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়৷
বঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন করায় খুশি তাদের অভিভাবকরাও।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক অভিভাবক বলেন, “শিশুদের সঙ্গে এই প্রথম আমরাও আনন্দের সঙ্গে নববর্ষ উদযাপন করেছি। আমরা অনেক খুশি। ”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।