“শিশুদের অবস্থা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও যে কোনো সময় তারা ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে যেতে পারে,” বলেন অধ্যাপক শারফুদ্দিন।
Published : 09 Feb 2024, 10:40 AM
ডেঙ্গু জ্বর সেরে যাওয়ার পর তিন দিন বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। এই সময়টা খুবই বিপজ্জনক বলে জানিয়েছেন তিনি।
রোববার বিশ্ববিদ্যালয়ে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট ডিলেমা’ বিষয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে এ কথা জানান উপাচার্য।
ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়ার তাগিদও দেন অধ্যাপক শারফুদ্দিন।
তিনি বলেন, “শিশুদের অবস্থা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও যে কোনো সময় তারা ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে যেতে পারে। তাই ডেঙ্গু আক্রান্ত শিশুদের যথাযথ মনিটরিং করতে হবে যেন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।”
চলতি বছর এখন পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেলে ৭০০ জন প্রাপ্তবয়স্ক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন জানিয়ে উপাচার্য বলেন, “তাদের মধ্যে ৩ জন মারা গেছে।”
শিশু বিভাগে এখন পর্যন্ত ২০০ জন ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে কেউ মারা যাননি বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভাইরোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আফজালুন নেসা, শিশু বিভাগের অধ্যাপক মাহবুব মোতানাব্বি, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে রাব্বী চৌধুরী, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক একেএম মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)