স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগ চান জাহিদ মালেক, রাষ্ট্রদূতের সায়

চীনের রাষ্ট্রদূত বলেন, “ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা ত্বরান্বিত করবে চীন এবং দুদেশের জনগণের জন্য দৃশ্যমান উপকার বয়ে আনবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 02:40 PM
Updated : 7 Nov 2023, 02:40 PM

অন্য অবকাঠামোর মতো স্বাস্থ্যখাতে বিনিয়োগের জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রীর এমন আহ্বানের মধ্যে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে চায় চীন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীন সরকারের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবেলার সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চীনের সহযোগিতায় বার্ন ইউনিট নির্মাণকাজের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মালেক বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের আরও অনেক বেশি বিনিয়োগের সুযোগ রয়েছে।

“আমাদের আরও কিছু মেডিকেল কলেজ ও হাসপাতাল হবে, যাতে অর্থায়ন দরকার। চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সরকারের অনুমোদন পেয়েছে, বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে। সেখানে বিনিয়োগ, সহযোগিতা, প্রশিক্ষণ, যন্ত্রপাতি অন্যান্য ক্ষেত্রে অনেক বড় সুযোগ রয়েছে।”

স্বাস্থ্যখাতে বিনিয়োগের এই সুযোগের কথা চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রীর আগে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সবক্ষেত্রে সব পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক ধারাবাহিকভাবে পোক্ত হচ্ছে। অন্য খাতের সঙ্গে স্বাস্থ্যখাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, “ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা ত্বরান্বিত করবে চীন এবং দুদেশের জনগণের জন্য দৃশ্যমান উপকার বয়ে আনবে।”

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ডেঙ্গু মোকাবেলায় টেস্ট কিট এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহায়তা করছে চীন সরকার।

এর মধ্যে ব্লাড কম্পোনেন্ট সেপারেটর, বৃহদাকার রেফ্রিজারেটর, সেন্ট্রিফিউজ, হেমাটোলজি অ্যানালাইজার, টেস্ট কিটস রয়েছে বলে জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, অগাস্টে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে ডেঙ্গু মোকাবেলায় আড়াই কোটি ইউয়ান মূল্যের সরঞ্জাম দিয়ে সহযোগিতার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম বক্তব্য দেন।