চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা পৌঁছাল ১৭৬ জনে, যাদের ১২৯ জনের মৃত্যু হয়েছে চলতি জুলাই মাসের ২২ দিনে।
Published : 23 Jul 2023, 08:28 PM
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে, যাদের আটজনই ঢাকার।
এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা পৌঁছাল ১৭৬ জনে, যাদের মধ্যে ১২৯ জনের মৃত্যু হয়েছে চলতি জুলাই মাসের ২২ দিনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৯২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের অধিকাংশই ঢাকার বাইরে। ঢাকায় ১ হাজার ৬৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২২৮ জন ভর্তি হয়েছেন এই সময়ে।
এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৯৭৭ জনে। এর মধ্যে জুলাই মাসের ২২ দিনেই ভর্তি হয়েছেন ২৪ হাজার ৯৯৯ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ১৭৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২৬ জন।
এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের প্রথম ২২ দিনেই সেই সংখ্যা বেড়ে চারগুণ হয়েছে।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১ হাজার ৩৬ জন এবং জুন মাসে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।
এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।