স্তনের ভেতরে চাকা চাকা বা পিণ্ড তৈরি হওয়া স্তন ক্যান্সার হওয়ার অন্যতম লক্ষণ।
Published : 26 Oct 2023, 09:05 AM
দুই সন্তানের বাবা ড্যারেন প্যালেটকে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তারপর থেকে তিনি চান, স্তন ক্যান্সারের লক্ষণ নিয়ে সব পুরুষই সচেতন হোক।
প্যালেট পেশায় একজন লরি চালক। তার স্ত্রী ফিওনা দৃষ্টিহীন। স্পর্শ করেই অনেক কিছু বোঝার অদ্ভূত সক্ষমতা রয়েছে ফিওনার। তিনিই হাতের ছোঁয়ায় স্বামীর বুকে পিণ্ডের মত কিছুর অস্তিত্ব পান।
এরপর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ড্যারেন প্যালেটের। রয়্যাল উলভারহ্যাম্পটন এনএইচএস ট্রাস্ট (আরডব্লিউটি) জানায়, তার স্তুন ক্যান্সার দ্বিতীয় পর্যায়ে রয়েছে।
বিবিসি লিখেছে, অস্ত্রোপচার করে এখন সুস্থ হয়ে উঠেছেন প্যালেট। সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি তিনি ধন্যবাদ দিতে চান স্ত্রীকে; কারণ তার ধারণা, প্রাথমিক পর্যায়েই ক্যান্সার শনাক্তের বিষয়টি ফিওনার কারণেই সম্ভব হয়েছিল।
প্যালেট বলেন, “আমার স্ত্রী যদি বুঝতে না পারত, তাহলে আমি আজকে হয়ত ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়তাম।”
৫৭ বছর বয়সী এই লরি চালক থাকেন ওয়ালসালের উইলেনহল এলাকায়। তার দুই বোনেরও ক্যান্সার ছিল। এ কারণে নিজের ক্যান্সারের খবরে প্রাথমিক ধাক্কার পর আরও দুঃচিন্তা ঘিরে ধরেছিল তাকে।
গত জুনে স্তনের সেই পিণ্ড অপসারণ করার পর আরও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় প্যালেটকে। এনএইচএস তাকে জানায়, আপাতত তার আর ক্যান্সার নেই।
স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করা এই পুরুষ বলেন, “আমি চাই পুরুষ তার নিজের স্তন প্রতি মাসে পরীক্ষা করে দেখুক। কারণ এ নিয়ে খুব বেশি কথা হয় না।
“এই অভিজ্ঞতা আমাকে ক্যান্সার নিয়ে সচেতন করেছে। পুরুষ ও নারীর জন্য প্রতি মাসে স্তন পরীক্ষা করে দেখা খুব জরুরি তা উপলব্ধি করেছি আমি।”
প্যালেট বলেন, “আমার অনেক পুরুষ সহকর্মী মনে করেন, স্তন ক্যান্সার কেবল নারীর রোগ। এ কারণেই সচেতনতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ।”
আরডব্লিউটি হাসপাতালের নার্স সামান্থা বুলোউস জানান, প্যালেটকে আগামী পাঁচ বছর স্বাস্থ্য পরীক্ষার অধীনে থাকতে হবে। প্রতি বছর তার ম্যামোগ্রাম করা হবে।
স্তন ক্যান্সার হতে পারে পুরুষেরও
নারীর মত পুরুষের স্তন ক্যান্সার হওয়ার লক্ষণের মধ্যেও রয়েছে স্তনের ভেতরে চাকা চাকা বা পিণ্ড তৈরি হওয়া; যা সাধারণত শক্ত ও ব্যথাহীন হয় এবং নড়াচড়া করানো যায় না।
এছাড়া স্তনবৃন্ত দেবে যেতে পারে। স্তনবৃন্ত থেকে তরল বের হতে পারে; কখনও কখনও এতে রক্তও দেখা যায়। স্তনবৃন্তের চারদিকে র্যাশ হতে পারে, যা সহজে সারে না। স্তনবৃন্তের চারপাশ শক্ত, লাল ও ফোলাফোলা হতে পারে। বগলে ফোলাফোলা গ্রন্থি দেখা দিতে পারে।
যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ৩৭০ জন পুরুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হয় বলে জানাচ্ছে এনএইচএস।