ঢাকায় দুই দিনের আন্তর্জাতিক এই সেমিনারে চিকিৎসা সেবার দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কথা বলেন।
Published : 01 Oct 2024, 11:28 PM
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন উদ্ভাবনী যন্ত্রাংশ তৈরি হচ্ছে আর তা দিয়ে চিকিৎসকরা খুব সহজেই রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা দিতে সক্ষম হচ্ছেন বলে এক সেমিনারে অংশগ্রহণকারীদের বক্তব্যে উঠে এসেছে।
সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে শুরু হওয়া দুই দিনের আন্তর্জাতিক এ সেমিনারে চিকিৎসা সেবার দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কথা বলেন।
মঙ্গলবার পাঠানোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েক পর্বের সেমিনারের সমাপনীতে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও বিপিএমসিএ এর প্রেসিডেন্ট এম এ মুবিন খান।
অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সভাপতি প্রফেসর রিকার্ডো লিওন বোর্কেজ এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক উপস্থিত ছিলেন।
সাখাওয়াত হোসেন স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব অনস্বীকার্য মন্তব্য করে বলেন, “এটি ডায়াগনস্টিকস ও চিকিৎসায় নতুন আকার দিচ্ছে। প্রযুক্তির অগ্রগতি অব্যাহত থাকায় এর সম্ভাবনাকে আমাদের গ্রহণ করতে হবে।”
সচিব সারোয়ার বারী বলেন, বর্তমানে বিশ্বব্যাপী বহুল আলোচিত বিষয়গুলোর অন্যতম একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি বিশ্বের সামগ্রিক গতিপ্রকৃতি ও মানুষের চিন্তাভাবনায় আমূল পরিবর্তন এনেছে। বর্তমানে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতেও এর ব্যবহার হচ্ছে এবং ক্রমান্বয়ে তা বৃদ্ধি পাচ্ছে।
সেমিনারের সমাপনী দিনের প্রথমার্ধে ‘চিকিৎসা শিক্ষা এবং স্বীকৃতিতে শ্রেষ্ঠত্ব' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রিকার্ডো লিওন বোর্কেজ ছাড়াও বক্তব্য রাখেন ইফফাত আরা, এম. কে. আই. কাইয়ুম চৌধুরী ও সারিয়া তাসনিম।
পরবর্তী সেশনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চিকিৎসা শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় লাইভ ডেমো উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব সাউথ ড্রেনরিভার ভিজিটিং অধ্যাপক নাসির মোহাম্মদ উদ্দিন এবং মোহাম্মাদ মনির উদ্দিন। বক্তব্য রাখেন মোহাম্মদ মাহফুজুল ইসলাম, রাজেশ পালিত, মো. ফিরোজ কাদের, মানজার ই. শামীম ও কাজী খায়রুল আলম।
সেমিনারের প্রথম দিন ‘বৈজ্ঞানিক অধিবেশন’ নামে একটি পর্বও রাখা হয়। এর প্রথমাংশে ‘থাইল্যান্ডে চিকিৎসা শিক্ষা নীতির আটষট্টি (৬৮) বছরের যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন থাইল্যান্ডের চিকিৎসা শিক্ষা ইনস্টিটিউটের সহযোগী পরিচালক অধ্যাপক যোমচাই ইয়ংসিরি।
দ্বিতীয় পর্বে ‘চিকিৎসকদের শিক্ষা এবং প্রশিক্ষণের রূপান্তর এবং স্কেলিং আপ’ ও ‘স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য পেশা শিক্ষা এবং গবেষণায় এআই: সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের দিকনির্দেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন তিতি সাবিত্রী ও অবিনাশ সুপে।
সমাপনী দিনের একটি পর্বে দেশের এবং দেশের বাইরের মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মত বিনিময় হয়। এ পর্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন, একই অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) মো. মহিউদ্দিন মাতুববর।
একটি পর্বে শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ইন্দিকা মহেশ করুণাখিলা বক্তব্য রাখেন।
দুই দিনব্যাপী এই কনফারেন্সে সাতটি দেশ থেকে চিকিৎসা শিক্ষা খাতের প্রায় ৪৫০ জন চিকিৎসক ও ব্যক্তি অংশ নেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভোবধী অনুষ্ঠানে চিকিৎসা শিক্ষার উন্নয়নে বিশ্বমানের অ্যাক্রেডিটেশন নিশ্চিতের দাবি তুলে ধরেন চিকিৎসা শিল্পের উদ্যোক্তারা।