সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৭১২ জনে।
Published : 23 Nov 2024, 07:08 PM
দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত এক দিনে ১০ জনের প্রাণ গেছে; এই সময়ে নতুন আক্রান্ত ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে এই মৃত্যু চলতি বছর একদিনের হিসাবে সর্বোচ্চ। এর আগে গত ২ নভেম্বরও ১০ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে এ বছর ৪৪৮ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু।
আর নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৭১২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৯১ জন, ঢাকা বিভাগের হাসপাতালে ১০৩ জন, ময়মনসিংহে ২৭ জন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় ১০৭ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে চারজন, বরিশাল বিভাগে ১৪৪ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮০৮ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৫৩ জন, আর ২ হাজার ২৫৫ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫১ হাজার ১৮২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৫৩০ জন।
চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। নভেম্বরের ২৩ দিনে ২৩ হাজার ৮৯৫ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৩৩ জনের।
জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; মারা গেছেন পাঁচজন। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের। জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন হাসপাতালে ভর্তি হন, মারা গেছেন ১২ জন। অগাস্টে ৬ হাজার ৫২১ জন হাসপাতালে ভর্তি হন, এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।