থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (টিএসএইচ) এবং র্যান্ডম ব্লাড শুগার (আরবিএস) পরীক্ষা রয়েছে এই প্যাকেজে।
Published : 10 Mar 2025, 07:22 PM
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে থাইরয়েড এবং ব্লাড শুগার সমস্যা সমাধানের মাধ্যমে নারীদের সুস্থতা বজায় রাখার জন্য একটি বিশেষ স্বাস্থ্য প্যাকেজ চালু করেছে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সুখী’ বলেছে, থাইরয়েড, হরমোনের ভারসাম্যহীনতা এবং ব্লাড শুগার ওঠানামা একজন নারীর প্রজনন স্বাস্থ্য, শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে।
নারী দিবসের এই বিশেষ প্যাকেজে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হল–থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (টিএসএইচ) এবং র্যান্ডম ব্লাড শুগার (আরবিএস)।
তিন হাজার ৬০০ টাকার এই প্যাকেজ এখন ৭২০ টাকা বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। একজন টেস্ট করালে পরিবারের দুজন পাচ্ছেন বিনামূল্যে। এছাড়া বিনামূল্যে হোম ল্যাব কালেকশন পরিষেবা দেওয়া হচ্ছে।
সুখী বলছে, এই সীমিত সময়ের অফারের লক্ষ্য হল নারীদের তাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করা, প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষাগুলো আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা।
আগ্রহীরা সুখীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা তাদের হেল্পলাইন ১০৬৫৭ নম্বরে কল করে অনলাইনে তাদের পরীক্ষা বুক করতে পারবেন।