“দুঃখজনক হলেও সত্যি যে, এখানকার প্রশাসনিক কিছু লোক এবং আনসার এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে শুনেছি,” বলেন তিনি।
Published : 14 Aug 2023, 07:59 PM
ঢাকা শিশু হাসপাতালে মুমূর্ষু রোগীদের নিয়ে ‘টাকা-পয়সা লেনদেনের’ খবরে দুঃখ পেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।
হাসপাতালে ‘সিন্ডিকেট’ আছে জানিয়ে হাসপাতাল প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
সোমবার ঢাকার শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং অন্য কর্মকর্তারা। এ সময় তারা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন; রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন।
পরে কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘সিন্ডিকেট’ রয়েছে এমন অভিযোগ পেয়েছে কমিশন। এরসঙ্গে হাসপাতালের প্রশাসনের কিছু কর্মী এবং আনসাররা জড়িত বলে জানতে পেরেছেন।
“সিন্ডিকেটের সদস্যরা রোগীদের কাছ থেকে অর্থ লেনদেনের মাধ্যমে সিট ফাঁকা নেই বলে প্রাইভেট হাসপাতালগুলোতে পাঠিয়ে দেয়৷ দুঃখজনক হলেও সত্যি যে, এখানকার প্রশাসনিক কিছু লোক এবং আনসার এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে শুনেছি। মুমূর্ষু রোগীদের নিয়ে টাকাপয়সা লেনদেন হয়। এমন খবরে আমরা খুব দুঃখ পেয়েছি।”
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, অনেকের মৃত্যু হচ্ছে। এমন অবস্থায় হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া উচিত বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
তিনি বলেন, “চারদিকে ডেঙ্গু আক্রান্তের ছড়াছড়ি। ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী হাসপাতালে এলে, সিট থাকুক বা না থাকুক জরুরি বিভাগে রেখে হলেও চিকিৎসা দেওয়া উচিৎ। কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়।”
হাসপাতাল প্রাঙ্গণ অপরিষ্কার, যেখানে-সেখানে পানি জমে থাকে– রোগীর স্বজনরা এমন অভিযোগ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে।
এ বিষয়ে তিনি বলেন, হাসপাতাল ঘুরে তেমন কোনো জায়গা বা অবস্থা দেখতে পাননি তিনি।
“তবে যেহেতু হাসপাতালের ভেতরে বেশকিছু স্থানে উন্নয়নমূলক সংস্কার কাজ চলছে, সেখানে হয়তো পানি জমে থাকতে পারে। তাই, হাসপাতাল কর্তৃপক্ষকে বলব, তারা যেন সবসময় রোগীদের চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।”