দুই দিনব্যাপী এ সম্মেলনে নবজাতক বিশেষজ্ঞ ও চিকিৎসকরা অংশ নিচ্ছেন।
Published : 23 Apr 2025, 07:37 PM
নবজাতকের ভবিষ্যত রোগ নির্ণয় ও সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নিওনেটাল ফোরাম (বিএনএফ) আয়োজন করেছে একটি আন্তর্জাতিক সম্মেলনের।
বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে, যেখানে নবজাতক বিশেষজ্ঞ ও চিকিৎসকরা অংশ নিচ্ছেন।
সারাদেশের ৭২১ জন নবজাতক বিশেষজ্ঞ এবং চারজন বিদেশি বিশেষজ্ঞ এ সম্মেলনে তাদের প্রবন্ধ উপস্থাপন করেবেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।
বাংলাদেশে ইউনিসেফের ওআইসি উপ-প্রতিনিধি ব্রিজেট জব জনসন বলেন, নবজাতক ও মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি হলেও, এখনও প্রতি ৮ মিনিটে এক মাস বয়স হওয়ার আগেই একটি নবজাতকের মৃত্যু হচ্ছে।
এর কারণ হিসেবে সময়ে আগেই জন্ম নেওয়া (প্রি ম্যাচিউর), জন্মের সময় কম ওজন, জন্মের সময় শ্বাসরোধ ও সংক্রমণের কথা তিনি বলেন, যেগুলো প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য।
ব্রিজেট জব জনসন বলেন, “স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা, স্পেশাল নিউবর্ন কেয়ার সেন্টার তৈরি, ক্যাঙ্গারু মাদার কেয়ার সম্প্রসারণ, অক্সিজেন থেরাপি ও অবকাঠামো উন্নত করা এবং কমিউনিটি সেবার মাধ্যমে নবজাতকের যত্ন উন্নত করতে ইউনিসেফ বাংলাদেশ সরকারকে সহায়তা করেছে।
“তবে প্রতিটি মা ও শিশুর কাছে পৌঁছানোর জন্য এই প্রচেষ্টা আরও এগিয়ে নিতে হবে। মা ও কিশোরীদের সহায়তা, তাদের পুষ্টি উন্নত করা, প্রতিরোধযোগ্য নবজাতক ও মাতৃমৃত্যু চিরতরে বন্ধ করার জন্য সচেতনতা বাড়িয়ে আমাদের অগ্রগতি ত্বরান্বিত করতে হবে।”