কোভিড: তিনদিন পর শনাক্ত রোগী একশর নীচে

সোমবার এক দিনেই ১৫৯ জন কোভিড রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যা সাত মাসের সর্বোচ্চ। মঙ্গলবার ১১৪ জন রোগী শনাক্তের খবর আসে। বুধবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০৩ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 12:26 PM
Updated : 1 June 2023, 12:26 PM

দেশে গত এক দিনে আরও ৭০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১৬৯টি নমুনা পরীক্ষা করে নতুন ৭০ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৫ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন যা ৬ দশমিক ০৩ শতাংশ ছিল।

দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ এর নিচে থাকছিল বেশ কয়েক মাস ধরে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা আবার একটু একটু করে বাড়তে শুরু করে।

সোমবার এক দিনেই ১৫৯ জন কোভিড রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যা সাত মাসের সর্বোচ্চ। মঙ্গলবার ১১৪ জন রোগী শনাক্তের খবর আসে। বুধবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০৩ জন।

তিনদিন পর একশর নীচে নামল শনাক্ত রোগীর সংখ্যা।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৪১৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন রয়েছে।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল।

গত ২৪ ঘণ্টায় ৩৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৩০১ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ৬৪ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম ৪ ও সিলেটে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।