এই টিকা ৯৯ শতাংশ নিরাপদ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
Published : 22 Oct 2023, 02:40 AM
জরায়ুমুখ ক্যান্সার থেকে সুরক্ষায় পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাদান (এইচপিভি) কর্মসূচি শুরু হল বাংলাদেশে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সোমবার মহাখালীর নিপসম মিলয়নায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকার বিভিন্ন স্কুলের বিভিন্ন শ্রেণির সাতজন শিক্ষার্থীকে এ সময় টিকা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরায়ুমুখ ক্যান্সারে বাংলাদেশে প্রতি বছর তিন হাজারের বেশি নারীর মৃত্যু হয়। সেজন্য টিকা নেওয়া জরুরি।
“জরায়ুমুখের ক্যান্সার নীরবঘাতক। এই টিকা ৯৯ শতাংশ নিরাপদ। এই টিকা নিলে সারাজীবন জরায়ুমুখের ক্যান্সার থেকে নিরাপদ থাকবে। আমরা মনে করি আমাদের নারী সমাজকে নিরাপদ করতে এই টিকাদান কর্মসূচি কাজে আসবে।”
গ্ল্যাক্সোস্মিথ ক্লেইনের তৈরি এক ডোজের এই টিকা বাংলাদেশে সরবরাহ করেছে ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি। সোমবার যারা টিকা পেয়েছে, তাদের আগামী সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। বড় পরিসরে টিকাদানের জন্য মঙ্গলবার থেকে শুরু হবে নিবন্ধন।
১৫ অক্টোবর থেকে ঢাকা বিভাগের সব জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার টিকাদান কার্যক্রম শুরু হবে, যা চলবে পরবর্তী ১৮ দিন। এই সময়ে ২০ লাখ টিকা দেওয়া হবে।
আগামী বছরের এপ্রিল মাসে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং অগাস্ট মাসে দেশের বাকি পাঁচ বিভাগে দেওয়া হবে এইচপিভি টিকা।
নিবন্ধনের জন্য https://vaxepi.gov.bd/registration এই ওয়েবসাইটে যেতে হবে। নিবন্ধন করতে প্রথমে নির্ধারিত ঘরে জন্ম তারিখ, মাস ও বছর দিতে হবে। টিকা প্রত্যাশীদের জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। এরপর একটি ক্যাপচা কোড দিয়ে যাচাই করুন বাটন চাপলে জন্মনিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য আসবে।
এরপর মোবাইল নম্বর, ই-মেইল আইডি, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানার বিস্তারিত দিয়ে সাবমিট করতে হবে। এরপর নিবন্ধনের সময়ে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে তাতে একটি ওটিপি আসবে। ওটিপি সঠিকভাবে দেওয়ার পর নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে। নিবন্ধনের পর টিকা কার্ড সংগ্রহ করা যাবে, এই কার্ড নিয়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে জরায়ুমুখের ক্যান্সারের টিকা নেওয়া যাবে।
সারাদেশের অন্তত ১ কোটি ১০ লাখ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)