Published : 12 Feb 2025, 03:26 PM
চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন।
তারা কাজে যোগ না দেওয়ায় বুধবার সকাল ১০টা থেকে এ হাসপাতালের জরুরি বিভাগ এবং আউটডোর ছাড়া বাকি চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।
হাসপাতালের একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউরোসায়েন্সেস হাসপাতালে কর্মরত স্বাচিপপন্থী চিকিৎসক অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে প্রায় চার মাসে আগে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার নিউরোসায়েন্সেস হাসপাতালে ফিরিয়ে আনা হলে বৈষম্যবিরোধী চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বিষয়টি নিয়ে কথা বলতে বুধবার চিকিৎসকরা হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদের কক্ষে যান। সেখানে বিষয়টি নিয়ে কিছুটা হট্টগোল হয়। পরে চিকিৎসকরা বের হয়ে ৪০২ নম্বর কক্ষে এসে বৈঠক করার সময় হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং আউটসোর্সিংয়ের কিছু কর্মচারী তাদের ওপর হামলা করে বলে চিকিসকদের অভিযোগ।
কর্মবিরতিতে থাকা একজন চিকিৎসক বলেন, “ডিরেক্টর স্যার কর্মচারীদের লেলিয়ে দিয়েছেন। আউটসোর্সিংয়ের কর্মচারীরা আউটডোর বন্ধ করে দেয়। এছাড়া ৪০২ নম্বর রুমের সামনে গিয়ে নানা স্লোগান দিতে থাকে।”
তিনি বলেন, এ সময় ড্যাবপন্থি একজন চিকিৎসক নেতার কক্ষে তালা লাগাতে যায় ওই কর্মচারীরা। কয়েকজন চিকিৎসক তাদের থামাতে গেলে তাদের ওপর ‘হামলা করে’ কর্মচারীরা।
“নিনসের ইতিহাসে কখনও এমন ঘটনা ঘটেনি। কর্মচারীরা কখনও চিকিৎসকদের ওপর হামলা করতে পারেনি। আজ এটাই হয়েছে। দীন মোহাম্মদ স্যার থাকলে আউটসোর্সিংয়ের কর্মচারীরা বাড়তি সুবিধা পায় এজন্য তারা হামলা করেছে।”
হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। পরে দুপুরের দিকে আউটডোর এবং জরুরি বিভাগের কার্যক্রম শুরু করেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচার বন্ধ আছে।
বিষয়টি জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ এবং উপ-পরিচালক ডা. বদরুল আলম মণ্ডলকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।