Published : 17 Mar 2025, 04:37 PM
প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়াস হিসেবে ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন করেছে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্স (জিডিএইচএস) এবং তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)।
প্রাথমিকভাবে ৫ হাজার ফার্মেসির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ‘সুখী সেবা কেন্দ্র’ চালুর পরিকল্পনা থেকে সোমবার সকালে গাজীপুরের টঙ্গীতে ‘তনিমা মেডিসিন হাউজে’ প্রথমটি চালু করা হয়।
দীর্ঘমেয়াদে ৫০ হাজার ফার্মেসিতে সম্প্রসারণ করার কথা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই কেন্দ্রের মাধ্যমে রোগীরা ২০ টাকায় তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ, বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ ও বিশেষজ্ঞ সেবা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহায়তা, ডায়াগনস্টিক ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্যাকেজ, নিকটস্থ সার্জারি রেফারেল এবং বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ ও সহায়তা পাবেন।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিডিএইচএস অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ও বিশ্বমানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’ চালু করা হয়েছে।
‘স্বাস্থ্যসেবার সব সমাধান’ স্লোগানকে সামনে রেখে ‘সুখী’ সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
টঙ্গীতে প্রথম ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএইচএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, পার্টনারশিপ লিড আন্তর্জাতিক সম্পর্ক ফাহরীন হান্নান, টিকা’র পরিচালক সেভকি মারথ বারিস, মুহাম্মদ আলী আর্মগান, সহকারী সমন্বয়ক এবং পরিচালকের সহকারী মনজুর এলাহী।